এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর প্রতিনিধি
-২৪ শে জানুয়ারি মঙ্গলবার ভোর ০৫.৩৫ ঘটিকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক করেছেন। উক্ত অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তর নির্দেশনায় দিনাজপুরে বিরামপুর পৌরসভাধীন কৃষ্টচাঁদপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রহিত মন্ডল তার বসতবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী মোঃ রহিত মন্ডল (২৬).পিতা-মোঃ হাফিজুল ইসলাম, সাং- কৃষ্টচাঁদপুর,থানাঃ বিরামপুর,জেলাঃ দিনাজপুর এর বসতবাড়ি হতে তার হেফাজতে থাকা ০২(দুই) গ্রাম হেরোইন এবং ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা করেন। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-০৭, তারিখ- ২৪ জানুয়ারি ২০২৩, ধারা-৩৬(১) সারণির ৮(ক)/৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ রুজু করা হয়েছে। আসামির বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান চলমান আছে বলে জানা যায়।