রবিবার , ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আগামীতে ইসলামই হবে বিজয়ী শক্তি-অধ্যক্ষ ইউনুছ আহমেদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রকাশিত হয়েছে-

,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

আজ ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার, বিকাল ৩ ঘটিকা হতে, নগরীর দেওয়ানাস্থ আল ইসহাক অডিটরিয়ামে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি, আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম এর সভাপতিত্বে নগর সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আল্লামা ডক্টর বেলাল নূর আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি দেলোয়ার হোসাইন সাকি, বামুক চট্টগ্রাম জেলা সভাপতি, আলহাজ্ব আবুল কাশেম মাতব্বর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি, মাওলানা আমজাদ হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি, শিক্ষক নেতা দিদারুল মাওলা, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চট্টগ্রাম জেলা সেক্রেটারি, মোহাম্মদ মীর আহমদ,ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরীর সভাপতি, মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি, মাওলানা আব্দুল আলী কারীমী, সেক্রেটারি মোঃ ফুরকান শিকদার, চট্টগ্রাম মহানগর শ্রমিক আন্দোলনের সেক্রেটারি, মোহাম্মদ নবাব মিয়া, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি, তাজুল ইসলাম শাহীন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি, ছাত্রনেতা মোঃ জিল্লুর রহমানসহ নেতৃবৃন্দ প্রমুখ।