Author: UkhiyaVoice24

  • প্রকাশিত সংবাদ এবং মিথ‌্যা মামলা ও অপপ্রচা‌রের বিষ‌য়ে প্রতিবাদ ও স‌ঠিক বি‌শ্লেষন ডা: হাবিবুর রহমান

    প্রকাশিত সংবাদ এবং মিথ‌্যা মামলা ও অপপ্রচা‌রের বিষ‌য়ে প্রতিবাদ ও স‌ঠিক বি‌শ্লেষন ডা: হাবিবুর রহমান

    ইমরান তাওহীদ রানা- ঈদগাঁও,

    ১৮-০৩-২০২৩ ইংরেজি তারিখে কালির ছড়া উত্তর পাড়ার ছাবের আহমদ এর ছেলে নেছার উদ্দিন মোটর সাইকেল এক্সিডেন্ট করে ডান পায়ের টাকনুর নিচে আঘাত প্রাপ্ত হয়ে ঈদগাহ মডেল হাসপাতাল ইমার্জেন্সি বিভাগে চিকিত্সার জন্য ভর্তি হন। তত্ক্ষনাত আমি রোগীর ক্ষতস্থানটি পরিক্ষা করে দেখলাম ক্ষতস্থান মারাত্নকভাবে সয়েল কন্ঠামিনেটেড (মাটি, ময়লা, ও লোহার মরিচা) ও লেচারেটেড (চামড়া ও মাংসপেশী থেঁতলে গেছে)। তারপর রোগীকে অপারেশন রুমে নিয়ে ক্ষতস্থানটি এসেপ্টিক প্রক্রিয়ায় টয়লেটিং করা হয় ।

    মাংসপেশীর রক্তপাত বন্ধ করার জন্য ভিক্রিল সুতা দিয়ে লাইগেট করা হয়। রোগীকে যথোপযুক্ত এন্টিবায়োটিক ও নির্দেশনা প্রেসক্রাইব করা হয় এবং রোগীকে ২দিন পর পর ঈদগাহ মডেল হাসপাতালে নিয়মিত ড্রেসিং করতে বলা হয় ।
    উল্লেখ্য যে, ঈদগাহ মডেল হাসপাতালে প্রতিটি ড্রেসিং এর জন্য আলাদা আলাদা গজ, মপ, ফরসেপ, আর্টারি ও কিডনি ট্রে অটোক্লেভিং প্রক্রিয়ায় সম্পুর্ণ জ্বীবানুমুক্ত করে ব্যবহার করা হয় ।
    এরকম জ্বীবানুমুক্ত ড্রেসিং করা ফার্মেসিতে সম্ভব না যার ফলে ইনফেকশনের ঝুকি বেড়ে যায় ।
    পরবর্তীতে রোগী ডাক্তারের নির্দেশ অনুযায়ী নিয়মিত হাসপাতালে ড্রেসিং না করে গ্রামের ফার্মেসিতে ড্রেসিং করতে থাকে। সম্পূর্ণ জ্বীবানুমুক্ত ভাবে ড্রেসিং না করার কারণে ক্ষতস্থানে ইনফেকশন দেখা দিলে একপর্যায়ে রোগী আবার ঈদগাহ মডেল হাসপাতালে ইনফেকশনযুক্ত ক্ষতস্থান নিয়ে আসে। ইনফেকশন হওয়ায় ক্ষতস্থানটি আবার নিয়মিত ড্রেসিং করে শুকাইতে দীর্ঘ সময় লেগে যায়।
    একপর্যায়ে ডা. মো. ইউসুফ আলী স্যার কে দেখানোর পর স্যার নিয়মিত মডেল হাসপাতালে এসে ড্রেসিং করার পরামর্শ দেন। কিন্তু রোগী ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে ২৫-০৫-২০২৩ ইং তারিখে কক্সবাজার ডাক্তার সাখাওয়াত হোসেন স্যারের কাছে যায় এবং ক্ষতস্থান ডেব্রাইডমেন্ট করেন ।
    পরবর্তীতে প্রায় ২০ দিন পর কুচকিতে ফোঁড়া দেখা দিলে আবার ১৪-০৬-২০২৩ ইং তারিখে ডা. নজরুল ইসলাম স্যারের কাছে যায় তিনি ফোঁড়া অপারেশন করে বায়োপসির জন্য পাঠালে ২৬-০৬-২০২৩ ইং তারিখে যক্ষার জ্বীবানু ধরা পড়ে।এবং যক্ষার ওষুধ সেবন করা শুরু করলে তার ক্ষতস্থানটি দ্রুত উন্নতি হতে থাকে ।
    উল্লেখ্য- যক্ষা রোগীর ওষুধ সম্পুর্ণ সরকারীভাবে সরবরাহ করা হয়। যক্ষা শুধু ফুসফুসের রোগ নয় বরং দেহের বিভিন্ন অঙ্গে হতে পারে। যক্ষা দেহে বিভিন্নভাবে সংক্রমণ হতে পারে ।

    উপরোক্ত আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে, রোগীর যক্ষা সংক্রমণের জন্য ক্ষতস্থানটি শুকাইতে বিলম্ব ঘটে।
    এখানে রোগী র যক্ষা আগে থেকেই ছিলো বা এক্সিডেন্ট`র সময় সয়েল কন্ঠামিনেশন থেকে বা বাইরে ফার্মেসী তে অস্বাস্থ্যকর পরিবেশে ড্রেসিং থেকে সংক্রমণ হয়েছে। আর রোগীর যক্ষা ধরা পড়েছে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা শুরু করার প্রায় ১ মাস পর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আমার হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে হেনস্থা ও মানহানি করার হুমকি দিয়ে যাচ্ছে ও ১ লক্ষ টাকা দাবি করেন।
    এক পর্যায়ে তারা ১৫-২০ জন লোক দলবদ্ধ হয়ে ডা. মো. ইউসুফ আলী স্যারের চেম্বারে এসে টাকা দাবী করলে ডা.মো. ইউসুফ আলী স্যার টাকা দিতে অস্বীকৃতি জানায় ।
    এতে তারা ক্ষুব্ধ হয়ে ১০-০৭-২৩ ইং তারিখে আমার বিরূদ্ধে মিথ্যা মামলা করে । (সি আর নং-১৮৪/২০২৩ ঈদগাঁও)। বি‌ভিন্ন সংবাদ মাধ‌্যমে ভুল চি‌কিৎসায় পঙ্গু হ‌তে চ‌লে‌ছে ব‌লেও সংবাদ প‌রি‌বেশন ক‌রে। যা সম্পূর্ন মিথ‌্যা ও বিভ্রা‌ন্তিকর।
    রোগী বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন তবে যক্ষা সম্পুর্ণ ভাল হতে ৬ মাস লাগতে পারে ।
    এই মামলা সম্পুর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমুলক । এ রোগীর বিষয়ে চিকিৎসায় কোন অবহেলা বা ভুল করা হয়নি।

    প্রতিবাদ ও ব‌্যখ‌্যাকারীঃ
    ডা. হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান
    (বিএমডিসি রেজি: নং- এ-১০৫০৬২)
    সিনিয়র মেডিকেল অফিসার- ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার।

  • উখিয়ার চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার নবনির্মিত কসরে আবরার ভবনটি শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়ার চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসার নবনির্মিত কসরে আবরার ভবনটি শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    নিজস্ব প্রতিবেদন

    কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকবৈঠা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীতে আজ স্বতঃস্ফূর্ত ভাবে ২৪ লক্ষ টাকা ব্যয়ে
    দারুল হেদায়া মাদ্রাসা নবনির্মিত কসরে আবরার ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

    উক্ত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ৩ জুন ২০২৩ খ্রিঃ শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে রাজাপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত ভবনের শুভ উদ্বোধনী সভা অনুষ্টানে চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা, নূরানী হিফজখানা, এতিমখানা ও কিতাব বিভাগের সভাপতি আমির কাশেম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রত্না পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেদ ফরহাদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কন্ট্রাকটর মফিজ উদ্দিন, অনুষ্ঠানে দোয়া মুনাজাত করান উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব রিদুয়ানুল কাদির, আলহাজ্ব আব্দুল কাদের, মৌলভী জসিম উদ্দিন, মোঃ রশিদ, মাহবুব আলম, কফিল উদ্দিন, আব্দুল খালেদ কোং, দফাদার আব্দুল হক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

    আয়োজনেঃ চাকবৈঠা দারুল হেদায়া মাদ্রাসা, নূরানী হিফজখানা, এতিমখানা ও কিতাব বিভাগ।

  • উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত

    উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহীতা নিশ্চিত করণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজাপালং ইউনিয়ন পরিষদ ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্টান।

    “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরে উন্নতি” এই স্লোগানকে ধারণ করে উক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    ৩০ মে সকাল ১০ ঘটিকায় ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানে
    রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া’র সঞ্চালনার মধ্যে দিয়ে উম্মুক্ত বাজেট সভায় তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহীতা মূলক

    উম্মুক্ত বাজেট সভায় মতামত ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন উখিয়া বাজার কমিটির সভাপতি একরামুল হক, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, ইউপি সদস্য নুরুল কবির, মীর শাহেদুল ইসলাম রোমান, হেলাল উদ্দিন, সরওয়ার কামাল পাশা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুখসানা বেগম, খুরশিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, শিক্ষক আব্দুল খালেক, আকতার উদ্দিন টুনু, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, ইউপি সদস্য আব্দুল হক, মোহাম্মদ ইকবাল,সৈয়দ হামজা,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার, শিক্ষক রূপন দেওয়ানজী,গণমাধ্যম কর্মী কাজল আইচ,ছাত্রনেতা ইব্রাহিমসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    রাজাপালং ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া। রাজাপালং ইউনিয়ন পরিষদের আগামী অর্থবছরের বিভিন্ন খাতের উপর মোট আয় ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৮শত ৯৮ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়ন মুলক কাজে ব্যায় ১ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৭শত ৯৮ টাকা।

    উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বাজেটে আমরা সময়পোযোগী ও জনকল্যানমূলক বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে রাখার চেষ্টা করেছি।
    তাই এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। এ জন্য আমি আমার ইউনিয়নের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার জনগণের সহযোগিতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিষদ ব্যাখ্যা দেন।

    সভা শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেছেন মাস্টার আবদুল খালেদ, গীতা পাঠ শ্রী হারাধন চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেছেন কিরণ বড়ুয়া।

  • তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান

    তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান

    তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। ২৪ মে ২০২৩ খ্রিঃ রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি। খবর ডেইলি সাবাহ’র।

    দেশটিতে দ্বিতীয় দফায় ভোট প্রদান করেন মোট ভোটারের ৮৫ দশমিক ২ শতাংশ ভোটার। ব্যালট বক্স খোলা হয়েছে ৯৮.২২ শতাংশ। এর মধ্যে এরদোগান পেয়েছেন ৫২.১২ %, কামাল কিলিচ-দারোগলু পেয়েছেন

    তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। ২৪ মে ২০২৩ খ্রিঃ রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি। খবর ডেইলি সাবাহ’র।

    দেশটিতে দ্বিতীয় দফায় ভোট প্রদান করেন মোট ভোটারের ৮৫ দশমিক ২ শতাংশ ভোটার। ব্যালট বক্স খোলা হয়েছে ৯৮.২২ শতাংশ। এর মধ্যে এরদোগান পেয়েছেন ৫২.১২ %, কামাল কিলিচ-দারোগলু পেয়েছেন ৪৭.৮৮ %।

    এর আগে, গত ১৪ মে নির্বাচনে ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পান ক্ষমতাসীন এরদোগান। অপরদিকে, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কামাল পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ। কেউই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায়, নির্বাচন গড়ায় রানঅফে। অবশ্য তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান এরদোগানের প্রতি সমর্থন জানান।

    ২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোগান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আর ইস্তাম্বুলের মেয়র ছিলেন ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।

     

    সূত্র যমুনা নিউজ

  • হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত

    হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

    চট্টগ্রাম শহরের আল-মানারা হজ্ব কাফেলা, আল ওয়াকিয়া হজ্বে কাফেলা ও বারাকা হজ গ্রুপ এন্ড ট্রাভেলস এর যৌথ উদ্যোগে আয়োজিত, ২৭শে মে সকাল ৯ টা হতে, দিনব্যাপী নগরীর চকবাজারস্থ আনিকা ক্লাবে অনুষ্ঠিত হয় এই হজ্ব প্রশিক্ষণ। হজ্ব কর্মশালায় হাজীদের জন্য, হজ্বের প্রয়োজনীয় মাসআলা ও বিভিন্ন নির্দেশনা সমূহ শিখিয়ে দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠান এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস ও মুফতিগণ।

    সভাপতি হিসেবে সার্বিক তত্ত্বাবধান করেন, আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার প্রবীণ মহাদ্দিস ও হজ্ব মোয়াল্লিম, জনাব মাওলানা মুফতি শামস উদ্দিন জিয়া সাহেব। কয়েকশত নারী- পুরুষ হাজীদের উপস্থিতিতে মুখর ছিল আনিকা ক্লাব। এবং সাথে হাজ্বীদের সজনসহ প্রায় ৫০০ জন মানুষের জন্য দুপুরের খাবারের মেহমানদারীর আয়োজন করা হয়। উক্ত হজ্ব প্রশিক্ষণ কর্মশালায়, সঞ্চালনা করেন আল মানারাহ হজ্ব কাফেলার স্বত্বাধিকারী, মাওলানা মোঃ কুতুব উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন অতিথিদের বক্তব্যে, একটা কথা বারবার উঠে এসেছে, হজ্ব আল্লাহর এক অপূর্ব ফরজ বিধান, যাদের নসিব হয়েছে, তারাই ভাগ্যবান। আল ওয়াকিয়া হজ্ব কাফেলার স্বত্বাধিকারী, মাওলানা মোঃ ইসমাইল কাউসার বলেন, আপনারা হাজ্বী সাহেবগণ আল্লাহর মেহমান, আপনাদেরকে সম্মানের সাথে মেহমানদারী করা আমাদের দায়িত্ব।
    দুপুর ভোজশেষে, বারাকা হজ গ্রুপ এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী, হাফেজ মোহাম্মদ বরকত উল্লাহ সহ পরিচালনা কমিটির সকলেই, হাজীদেরকে ব্যাগসহ গুরুত্বপূর্ণ সামগ্রী বুঝিয়ে দেন, পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • ইউ এনডিপি”র আয়োজনে ইনানী ডেরা রিসোর্টে রাজাপালং ইউনিয়ন মেডিয়েটর”স ফোরামের ২য় দিনের ট্রেনিং সভার ১ম দিনে ট্রেনিং সভা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    ইউ এনডিপি”র আয়োজনে ইনানী ডেরা রিসোর্টে রাজাপালং ইউনিয়ন মেডিয়েটর”স ফোরামের ২য় দিনের ট্রেনিং সভার ১ম দিনে ট্রেনিং সভা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    নিজস্ব প্রতিবেদকঃ

    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং মেডিয়েটেরস ফোরাম, চেয়ারম্যান উখিয়া সদর ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদ,
    ইউএনডিপি’র প্রোগ্রাম কোর্ডিনেটর সামাত ও কেফায়েত ভাইয়ের আইন ও সালিশি বিষয়ের উপর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন মেডিয়েটরস ফোরামের সকল নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই।

  • উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি

    উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    উখিয়া প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

    অদ্য ২৫ মে ২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার দিকে উখিয়া প্রেসক্লাবের আকস্মিক পরিদর্শনে আসলে প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে’র নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    পরে প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

    মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে রতন কান্তি দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি।

    এসময় তিনি বলেন, “উখিয়া-টেকনাফের যে উন্নয়নের পরিবর্তনের ছোঁয়া লেগেছে তা কক্সবাজার জেলায় অনন্য। তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।