Category: কক্সবাজার জেলা

  • উখিয়ার টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন ২০২১

    উখিয়ার টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন ২০২১

    নিজস্ব প্রতিবেদক

    UkhiyaVoice24.Com  কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে সংগঠনের অফিসে আয়োজিত বিবাহোত্তর সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলন মেলা ২০২১, ২৯তম মাসিক সাধারন সভা।

    উক্ত মাসিক ২৯তম সাধারণ সভা মুহাম্মদ মহিউদ্দিন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জনাব জসিম উদ্দিনের সভাপতিত্বে মাওলানা ছালেহ জুহুরের সঞ্চালনায় শুরু হয় মাসিক সাধারণ সভা।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি ক্যামব্রিয়ান স্কুল রামু কক্সবাজার এর প্রতিষ্ঠাতা মাওলানা জিয়ার রহমান (জিয়া স্যার) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সমাজিক অরাজনৈতিক মানবতার এই সংগঠন প্রয়োজন, ৫০ জন সদস্য পঞ্চাশ মায়ের সন্তান একসাথে তাকতে পারাটা হচ্ছে বড় ঐক্যবদ্ধ, তিনি আরো বলেন আমার পক্ষ থেকে সংগঠনের জন্য ১০০০০ টাকা অনুদান প্রদান করলাম এবং যতবার ব্লাড/রক্তের গ্রুপ টেস্ট করা হবে সব মেডিসিন আমি দেন ইনশাআল্লাহ।

    বিশেষ অতিথি বৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালতের উকিল এ্যাডভোকেট শফিউল করিম মিটু, বিশেষ অতিথির বক্তব্যে এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ বলেন সংগঠন করা বড় কাজ নয় টিকিয়ে রাখা বড়কাজ, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আপনারা এগিয়ে যাবেন কোনদিন বিপদ সম্মুখীন হবেন না, তিনি আরো বলেন সংগঠনের নাম আদর্শ সমিতি সেজন্য আমি বলছি রাসূল (সাঃ) এর আদর্শ অনুযায়ী চলতে হবে, তিনি হাতজোড় করে বলেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং আপনাদের বন্ধুদের নামাজের দাওয়াত দিবেন, মাদকে জড়িত হবেন না।

    রফিকুল ইসলাম রাইসুল(কবি), জাহাঙ্গীর কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল আওয়াল,
    ইসলামি ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ ছালেহ জুহুর, পালং মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইদ্রিস, বিনিয়োগ বিভাগের জনাব আব্দুল মাজেদ সওদাগর, দৈনিক আলোর দিগন্ত অনলাইন নিউজ এর উখিয়া প্রতিনিধি জনাব ওসমান সরওয়ার প্রমূখ।

    সমাজিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গতবছর কোভিড-১৯ করোনা মহামারী সংক্রমণ পরিস্থিতিতে অসহায় কৃষকদের ৮৪০ শতক জমির ধান কেটে দিয়েছেন এবং বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট সহ সকল মানবতার কাজে জড়িত আদর্শ সমিতি।

    অসহায় গরিব দূঃখি পরিবারের মাঝে বিবাহের সময় সাহায্য সহযোগিতা, গরিব মেধাবী স্কুল ছাত্র/ছাত্রীদের নগদ সহায়তা প্রদান করেন, গতকাল ১৫/০৫/২১ জুমাবার আদর্শ সমিতির পক্ষ থেকে মরহুম রোস্তম আলীর মাগফিরাত কামনা ও পরিবারের সদস্য ছেলেকে নগদ ৬০০০ টাকা প্রদান করেন।

    আদর্শ সমিতির দায়িত্বশীল ও সদস্য উদ্যোগ নিয়েছেন
    আগামী দুই তিন বছরের মধ্যে আমাদের টাইপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আমরা একটি হাই স্কুল/ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করবে বলেন।

    সদস্যদের মধ্যে বিবাহোত্তর সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট পেলেন
    মোঃ ইদ্রিস মাহিন,
    মোঃ ইন্জিনিয়ার তৌহিদুল ইসলাম,
    মোঃ রফিক উদ্দিন, মোঃ নুরুল আবছার, মোঃ মুবিন

    সকলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক

  • UkhiyaVoice24.Com এর সম্পাদক এমডি এস হামজা ও প্রকাশক এইচ এম তাওহীদের ঈদ শুভেচ্ছা

    UkhiyaVoice24.Com এর সম্পাদক এমডি এস হামজা ও প্রকাশক এইচ এম তাওহীদের ঈদ শুভেচ্ছা

    সম্পাদকীয় বার্তা

    সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম।

    UkhiyaVoice24.Com এর সম্পাদক মুহাম্মদ সৈয়দ হামজা ও নির্বাহী সম্পাদক ও প্রকাশক এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ এর পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তায় , করোনাভাইরাসের এই মহামারিতে গণজমায়েত এড়িয়ে ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।

    বাণীতে বলেন, ঈদুল ফিতর বিশ্ব মুসলিম উম্মাহের মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
    মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
    এদিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

    ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

    উখিয়া ভয়েস২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে আরো বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।
    এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।

    বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ঈদুল ফিতর ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। এ কঠিন সময়ে আমি সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

    একইসঙ্গে আমরা দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানাচ্ছি।

    উখিয়া ভয়েস টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে আরো জানান, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমরা দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

  • উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সংযোগ সড়ক ব্রীজ নির্মাণের জায়গা পরিদর্শনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সংযোগ সড়ক ব্রীজ নির্মাণের জায়গা পরিদর্শনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭, ৮ নং ওয়ার্ড দরগাহবিল ও টাইপালং সংযোগ সড়কের ব্রীজ নির্মাণ কাজের জায়গা পরিদর্শন করেন উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,

    আজ বুধবার ৫ মে, ২০২১ রাজাপালং ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুর রহিম মেম্বার, জনাব ইকবাল বাহার দুই পারের দুই মেম্বার এবং দুই পারের জমি দাতা সহ স্থানীয় অসংখ্য লোকজন।

    চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উক্ত জমিদাতাদের সাথে কথা বলে জায়গা নির্ধারন করে ব্রীজের কাজ চুড়ান্ত করেন।

    সহকারি প্রকৌশলী সৌরভ, কন্ট্রাকটর মুফিজ মিয়া, স্থানীয় মুরব্বী হাজী ছালামত উল্লাহ সহ দুই পারের এলাকার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

    প্রকাশিত সংবাদের প্রতিবাদে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

    প্রেস বিজ্ঞপ্তি:

    গতকাল সোমবার ০৩/০৫/২১ ইং দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় ”ওরা ডিজিটাল ধান্দাবাজ, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভদ্র মানুষদের হয়রানির অভিযোগ” সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

    সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রনোধিত।মূলত একটি কুচক্রী মহল, সাংবাদিক আ.ন.ম হাসান ও সাংবাদিক এস এম রুবেলকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকাকে বিভ্রান্ত করেছে, এই মর্মে এই সংবাদটি প্রকাশিত হয়েছে।

    সাংবাদিক আ.ন.ম হাসান ও সাংবাদিক এস এম রুবেলের মান-সম্মান হানি করার লক্ষ্যে এ ধরনের নোংরা, অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে একটি স্বার্থন্বেষী কুচক্রী মহল। সাংবাদিক আ.ন. হাসান মহেশখালী উপজেলা প্রেসক্লাবের মনোনিত সদস্য সচিব ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার মহেশখালী উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলার বহুল পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক ইনানীর মহেশখালী প্রতিনিধি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

    অন্যদিকে সাংবাদিক এস এম রুবেল মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও রিপোর্টার্স ইউনিটি মহেশখালী উপজেলা শাখার নির্বাচিত সভাপতি ও জেলার বহুল পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক দেশ-বিদেশের মহেশখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পেশার মহান গুরু দায়িত্ব পালনে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতে সাহসিকতার সাথে সংবাদ প্রকাশ করে আসছেন স্ব স্ব পেশাকে সমুন্নত রেখে। তাঁদের এই সাহসিকতার সফল কর্মকাণ্ডকে হেয় করার লক্ষ্যে একটি স্বার্থন্বেষী কুচক্রী মহল বিভিন্ন সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে অনৈতিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে বিভ্রান্ত করছে।

    প্রকাশিত সংবাদে বক্তব্য প্রদানকারী ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনাম বলেন, তিনি প্রকাশিত সংবাদ সম্পর্কে অবগত নন, তাঁর কাছ থেকে কোনো ধরনের বক্তব্য না নিয়ে অনৈতিক উদ্দেশ্যে বিনা অনুমতিতে প্রকাশিত হয়েছে।

    নাম প্রকাশ না করার শর্তে বক্তব্য প্রদানকারী আরেকজন হলেন, মহেশখালী উপজেলায় সমাজ সেবা কার্যালয়ে কর্মরত ট্রেইনার করিম। তিনি বলেন, প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি অবগত নন। অনৈতিক স্বার্থে তাঁর নাম ভাঙ্গিয়ে অপপ্রচার করেছেন। প্রকাশিত সংবাদ সম্পর্কে কিছুই জানেন না।
    তাছাড়া উক্ত সংবাদে যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাদের কোন বক্তব্য নেওয়া হয়নি। যা সাংবাদিকতার কোন নীতিনৈতিকতার মধ্যে পড়েনা।

    প্রকাশিত সংবাদে মহেশখালী কলেজের শিক্ষক রানার বক্তব্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক আ.ন.ম হাসান ও সাংবাদিক এস এম রুবেলকে সামাজিকভাবে মানহানী করার লক্ষ্যে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করিয়েছেন। আমরা মহেশখালী উপজেলা প্রেসক্লাব এই প্রকাশিত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    উল্লেখ্য, মহেশখালী কলেজের শিক্ষক রানার বিরুদ্ধে বিগত কিছুদিন যাবত নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করাচ্ছেন তিনি। আমরা মহেশখালী উপজেলা প্রেসক্লাব শীঘ্রই তার এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
    আর এ মিথ্যা সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

    প্রতিবাদকারী:
    মহেশখালী উপজেলা প্রেসক্লাব, কক্সবাজার।

  • রাজাপালং ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা বিতরণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    রাজাপালং ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা বিতরণ করেন জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া প্রতিনিধি

    কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের (৫০০) পরিবারের মাঝে (৪৫০) টাকা করে
    পবিত্র ঈদ- উল ফিতর ২০২১ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উখিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) কর্মকর্তা মেহেদি হাসান এর উপস্থিতিতে এ উপহার বিতরণ করা হয়।

    সোমবার (৩ মে,২০২১) সকালে রাজাপালং ইউনিয়নের সাধারণ হতদরিদ্র মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ উপহার সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব সমির দাশ, মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল কবির, মোঃ সালাহ উদ্দিন,মোঃ শাহজাহান, মহিলা মেম্বার খুরশিদা বেগম, সরোওয়ার কামাল পাশা, আব্দুল হক, আব্দুর রহিম, ইকবাল বাহার ও ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহেল বিএ প্রমুখ।

    তত্বাবধানেঃ
    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয়,
    উখিয়া উপজেলা প্রশাসন,কক্সবাজার।

  • কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং সাম্মা পাড়ার শিশুসহ একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ

    কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং সাম্মা পাড়ার শিশুসহ একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ

    ইসমের বিজয়

    টেকনাফ উপজেলার হোয়াইক্যং বৌদ্ধ ধর্মাবলম্বী একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।ধর্মান্তরিতরা হলেন টেকনাফ হোয়াইক্যং সাম্মা গ্রামের মৃ’ত সুধীর চন্দ্র সিংহের ছেলে প্রভাষক অমর সিংহ (৫২), তার স্ত্রী শিবানী সিংহ (৩৭), ছেলে দীপ্ত সিংহ (১৭ বছর ৯ মাস), ইমন সিংহ (১৬ বছর ৮ মাস) ও মে’য়ে পুষ্পিতা সিংহ (২ বছর)।

    জানা যায়, প্রভাষক অমর সিংহ (৫২) ও তার পরিবারের সদস্যরা ইসলামের প্রতি আকৃ’ষ্ট হয়ে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আ’গ্রহী হন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা সিনিয়র জু’ডিশিয়াল ম্যা’জিস্ট্রেটের আ’দালতে স্ব-শ’রীরে হাজির হয়ে পরিবারের ৫ সদস্য ইসলাম গ্রহণ করেন।

    এ সময় তারা বিজ্ঞ সিনিয়র জু’ডিশিয়াল আ’দালতের ম্যা’জিস্ট্রেট মুহাম্ম’দ জালাল উদ্দিনের সম্মুখে হলফনামায় স্বাক্ষর করেন। হলফকারীকে শনাক্ত করেন আ’দালতের আইনজীবি অ্যাডভোকেট মোঃ শাহ আলম।

    ধর্মান্তরিত হওয়ার পর অমর সিংহ এর পরিবর্তে ওমর ফারুক, তার স্ত্রী শিবানী সিংহের শিরিন সুলতানা, ছেলে দীপ্ত সিংহের আহমেদ দাউদ দীপ্ত, ইমন সিংহের আহমেদ ইমতিয়াজ ইমন ও মে’য়ে পুষ্পিতা সিংহের নাম সামিয়া নূর রাখা হয়।

    ওমু’সলিম থেকে মু’সলিম হওয়া হোয়াইক্যং বাজারের কলেজের প্রভাষক ওমর ফারুক জানান, দীর্ঘদিন থেকে মু’সলমানদের রীতি-নীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্ম’দ (সা.) প্রতি বিশ্বাস রেখে স্ব-পরিবারে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি”। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

    আল্লাহ তা’য়ালা তাদের জানে মালে বরকত দান করুক,, আমিন।

  • উখিয়ার পালংখালী তেলখোলার ইয়াবা সাদ্দাম অধরা,বীরদর্পে চালিয়ে যাচ্ছে ব্যবসা

    উখিয়ার পালংখালী তেলখোলার ইয়াবা সাদ্দাম অধরা,বীরদর্পে চালিয়ে যাচ্ছে ব্যবসা

    নির্বাহী সম্পাদক, প্রতিবেদক

    উখিয়ার পালংখালী ইউনিয়নে তেলখোলা গ্রামের ইয়াবা সম্রাট মৃত সোনালীর ছেলে সাদ্দাম (২৬)সিন্ডিকেট পের সক্রিয় বেশ কিছু দিন আত্মগোপনে গেলে ও এখন প্রকাশ্যে নাইন ওয়ান নামক অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ঘুরে ফিরে বীরদর্পে বেচাঁবিক্রী চালিয়ে যাচ্ছে ইয়াবা ট্যাবলেট। চালান হচ্ছে বৃহত্তর রোহিঙ্গা ক্যাম্পেও।

    সুত্রে জানা যায়, সাদ্দামের মত মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে আইন -শৃংখলা বাহিনীর নাকের ডগায়।সে জিরো থেকে ইয়াবার উছিলায় এখন কোটিপতি । ইয়াবা পাচারের মামলা থেকে রক্ষা এবং ইয়াবার তকমা লোকাতে লাখ টাকার মিশন নিয়ে পুলিশের নিকট না গেলেও দালাল ফড়িয়ার দারস্থ হয়। তাই তার নেতৃত্বে বিরামহীন পাচারযজ্ঞ চালিয়ে যাচ্ছে তার সিন্ডিকেট।

    সে একেক সময় একেক রকম ইয়াবা পাচারের পদ্ধতি ব্যবহার করে সারাদেশে ইয়াবা পাঠাচ্ছে।সরাসরি মায়ানমার কেন্দ্রীক মাদক কারবারি হওয়ার সুবাদে স্থানীয় ইয়াবা গডফাদারদের সাথে গড়ে তুলেছে ইয়াবা ব্যবসার বিশাল সিন্ডিকেট।এলাকায় প্রভাবশালী হওয়াতে তার বিরুদ্ধে মুখ খুলছে না কেউই।সে গত কয়েক বছর আগেও একজন দরিদ্র বাবার সন্তান ছিলো আর এখন রাজপুত্র।

    সচেতন মহলের দাবী এইসব অবৈধ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশাসনের আরো কঠোর নজরদারী প্রয়োজন, স্থানীয়দের দাবী সাদ্দামদের মত ইয়াবা গডফাদারকে আইনের আওতায় না আনলে মাদক নির্মূল সম্ভব নয়।

    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন,মাদকের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ ভূমিকায় আছে। যখনই মাদকের খবর পাওয়া যাচ্ছে,তখনই অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে।

  • রেজুরকুল সার্বজনীন বোধিমন্দির নির্মাণে এক লক্ষ টাকা অনুদান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    রেজুরকুল সার্বজনীন বোধিমন্দির নির্মাণে এক লক্ষ টাকা অনুদান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ,উখিয়া প্রতিনিধি।

    কক্সবাজারের উখিয়া উপজেলায় রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের রেজুরকুল সার্বজনীন বোধিমন্দির নতুন নির্মিত সংস্করণের জন্য রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী এক লক্ষ টাকা নগদ প্রদান করেন।

    রেজুরকুল সার্বজনীন বোধিমন্দিরের
    নির্মাণের জন্য আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষনা দিয়েছিলেন, আজ তাঁরই ধারাবাহিকতায় ২৬-০৪-২০২১) সোমবার সকালে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী নিজ তহবিল থেকে ক্যাশ (এক লক্ষ) টাকা তুলে দেন রেজুরকুল সার্বজনীন বোধিমন্দিরের নেতৃবৃন্দদের হাতে,
    এসময় উপস্থিত ছিলেন রেজুরকুল সার্বজনীন বোধিমন্দিরের সাধারণ সম্পাদক কিরণ বড়ুয়া, উপদেষ্টা ও সদস্যদের মধ্যে ছিলেন সুমন্ত বড়ুয়া, রুবেল বড়ুয়া, ধীরেন্দ্র বড়ুয়া, রায়মোহন বড়ুয়া,রন্টু বড়ুয়া ও প্রফেসর শাহ আলম।

    কথা দিয়ে কথা রাখলেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

  • রোহিঙ্গা যুবক মো.জাকির হোসেনের পেট কেটে বের করলো ইয়াবা

    রোহিঙ্গা যুবক মো.জাকির হোসেনের পেট কেটে বের করলো ইয়াবা

    উখিয়া প্রতিনিধি।

    কক্সবাজারের শরনার্থী শিবিরের রোহিঙ্গা যুবক মো.জাকির হোসেন। বয়স-২২।

    শুক্রবার দুপুরে প্রচন্ড পেট ব্যাথা নিয়ে ভর্তি হয় কক্সবাজারের মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের ১৪০৭ নাম্বার রুমে।

    রোগির প্রচন্ড রকমের পেট ব্যাথা লক্ষণ দেখা দেয়ায় তার অপারেশনের ব্যবস্থা করেন চিকিৎসক দল।

    এসময় চিকিৎসক দল অপারেশনের (পেট কাটা হয়)পর তার পেট থেকে কালো কসটেপ মোড়ানো ৩৯টি ছোট ছোট প্যাকেট বের করে আনে। বিষয়টি সন্দেহজনক হওয়া খবর দেয় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়েরকে।

    পরে চকরিয়া থানার এসআই মো.কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে যায়।এসময় প্যাকেটগুলো থেকে এক এক করে ১৯’শ ৫০ পিস ইয়াবা বড়ি বের করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।

    ১৬ এপ্রিল শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পেট কেটে ইয়াবা উদ্ধার করা যুবক কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প -০২ এর ব্লক-০১ এর মো.ইলিয়াসের ছেলে।

    চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো.যুবায়ের বলেন, শুক্রবার দুপুরে জাকির হোসেন নামের এক রোহিঙ্গা যুবকের পেট অপারেশন করে কালো কসটেপ মোড়ানো বেশ কিছু প্যাকেট বের করা হয়েছে বলে খবর দেয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের আবাসিক সার্জন ডা.স্টিফেন কেলী।

    পরে থানার এসআই মো.কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় পেট কেটে বের করা ৩৯টি প্যাকেটের ভিতর থেকে প্রতি প্যাকেটে ৫০ পিস করে মোট ১৯’শ ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

    তিনি আরো বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী রোহিঙ্গা যুবক জাকির হোসেনকে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে

  • টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

     

    টেকনাফে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

    গতকাল রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটককৃত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার সদরের মোহাজের পাড়া এলাকার জয়নাল আবেদীন সুফির ছেলে সোহেল (১৯) ও উখিয়ার বালুখালী পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল আমিনের ছেলে মোঃ জুনায়েদ (১৯)।

    র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে টেকনাফের হ্নীলার রঙ্গীখালী গ্রামের মইন উদ্দিন কলেজের বিপরীতে টেকনাফ-কক্সবাজার মেইন রোডের পূর্ব পাশ সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী ব্যাগসহ পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী র‍্যাব তাদের ধৃত করে। এসময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে মোট ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

    পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

    তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।