Category: চট্টগ্রাম

  • উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পূনরায় নিয়োগ দিতে হবে

    উখিয়ার ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পূনরায় নিয়োগ দিতে হবে

    নিজস্ব প্রতিবেদন।

    আমাদের দাবি মানতে হবে।
    ষড়যন্ত্রকারী জালাল আহমদ চৌধুরী নিপাতযাক, গফুর আলম স্যার জিন্দাবাদ, স্যারকে পূনরায় নিয়োগ দিতে হবে, এই স্লোগান ধারণ করে কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গফুর আলম কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমদ চৌধুরী ষড়যন্ত্র ও ১২ লাখ টাকা ঘোষ দিতে না পারায় প্রধান শিক্ষককের দায়িত্ব থেকে প্রত্যহার করে অন্য একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করা হয়।

    ডেইলপাড়া উচ্চ বিদ্যালয় ২০০৭ ইংরেজি হইতে শুরু হয়ে ২০২৩ ইংরেজি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন মোঃ গফুর আলম, ২০২২ ইংরেজিতে অত্র বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ার পর পরেই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জালাল আহমদ চৌধুরী ১২ লাখ টাকা ঘোষ চেয়েছেন, ঘোষ দিতে না পারায় প্রধান শিক্ষককের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছেন বলে জানান অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও প্রাক্তন ছাত্র ছাত্রী। শুধু তাই নয়, এমপিওভূক্ত হওয়ার পর পরেই জালাল আহমদ চৌধুরীর ছেলে ও পুত্রবধুকে নিয়োগ দেওয়া হয়। শুধু তাই নয়, অন্য শিক্ষকদের থেকেও ঘোষ নিয়েছেন বলে প্রমাণ করতে চান তারা, পরবর্তী পাস হয়ে যাওয়ার পর মাওলানা আব্দু শুক্কুরকে টাকা ফেরত দিতে রাজি হয় বলে জানান।

    সেখান থেকে গত ২০ দিন ধরে প্রধান শিক্ষক মোঃ গফুর আলম স্যারকে বহিষ্কার করা হলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন।

    যদি আমাদের দাবি না মানলে পূনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।

  • উপজেলা প্রেসক্লাব উখিয়া’র সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরীর শুভ জন্মদিন পালিত হয়েছে

    উপজেলা প্রেসক্লাব উখিয়া’র সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরীর শুভ জন্মদিন পালিত হয়েছে

    নিজস্ব প্রতিবেদক, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলার সুনামধন্য সাংবাদিক সংগঠন উপজেলা প্রেসক্লাব-উখিয়া’ সদস্য বৃন্দদের উপস্থিততে উপজেলা প্রেসক্লাব-উখিয়া’র সম্মানিত সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরীর শুভ জন্মদিন অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪.৩০ মিনিটে।

    উক্ত জন্মদিন অনুষ্ঠান কেক কাটার মধ্যে দিয়ে ঝাঁকঝমক ভাবে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সফল সভাপতি এম আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজি, উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মফিজুল আলম, ক্রীড়া সম্পাদক কামাল উদ্দিন জয়, সাংবাদিক নেতা ইকবাল বাহার চৌধুরী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ কাসেদ নুর,নির্বাহী সদস্য(১)জয়নাল উদ্দিন, নির্ভীক কলম সৈনিক সাংবাদিক ইমরান হোসাইন জাহেদ, সংবাদকর্মী জাহাঙ্গীর আলম, দৈনিক আমাদের কক্সবাজারের উখিয়া প্রতিনিধি সালাহউদ্দিন, সংবাদকর্মী খালেকুজ জামান বিপ্লব, সাংবাদিক রাসেলসহ সদস্যদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন।

    উক্ত শুভ জন্মদিন অনুষ্ঠান যথাযথ ভাবে পালিত হয়েছে। পরিশেষে সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী’র দীর্ঘ আয়ু কামনা করে মহান রবের নিকট দোয়া প্রার্থনার মধ্য দিয়ে শুভ জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

  • বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে  মহান মে দিবস সম্পন্ন

    বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে  মহান মে দিবস সম্পন্ন

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

    গতকাল ১ মে সোমবার ২০২৩ তারিখে বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে আলোচনা সভা এবং কমিটি গঠন ও শপথ পাঠ অনুষ্ঠান  বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার শহীদ ইউসুফ কমপ্লেক্সে অবস্থিত বাঁশখালী পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

    এতে বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার  মানবাধিকার কর্মীগণ পর্যাক্রমে বক্তব্য রাখেন, সভাপতি মানবতাবাদী অধ্যাপক মোঃ আকতার হোসেন, নির্বাহী সভাপতি মানবতাবাদী মোঃ বেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মানবতাবাদী মোঃ নোমান, সহ-সভাপতি মানবতাবাদী ফরিদুল আলম, মানবতাবাদী নুরুল আলম সিকদার, পুকুরিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান  মানবতাবাদী মনিরুল মান্নান চৌধুরী, এ্যাড. বেলাল চৌধুরী, মানবতাবাদী মাষ্টার জামাল উদ্দিন, সাধারণ-সম্পাদক  মানবতাবাদী সাংবাদিক মোহাঃ আব্দুর রহমান সোহেল, যুগ্ম-সম্পাদক মানবতাবাদী আব্দু রহিমসহ আরো অন্যান্য মানবতাবাদী নেতৃবৃন্দরা। এতে বক্তারা খাসকরে  শ্রমিকদের ন্যায্য আদায়ের দাবি রেখে এবং দেশ ও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বানে বক্তব্য রাখেন।

    এসময় আরও উপস্থিত ছিলেনঃ- যুগ্ম-সম্পাদক মানবতাবাদী সার্ভেয়ার মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মানবতাবাদী জুনাইদুল হক, অর্থ সম্পাদক মানবতাবাদী আবুল হাশেম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ ইউছুপ এবং আবুল কাশেম, ধর্ম বিষয়ক-সম্পাদক মানবতাবাদী মাওলানা হাফেজ ইকবাল, প্রচার-সম্পাদক মানবতাবাদী মোঃ আনিসুর রহমান, আইটি-সম্পাদক  মানবতাবাদী জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ড. হারুন হাফিজ প্রমুখসহ বিভিন্ন স্তরের মানবিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

    সাধারণ-সম্পাদক  মানবতাবাদী সাংবাদিক মোহাঃ আব্দুর রহমান সোহেল এর সঞ্চানালয়ে সভাপতি মানবতাবাদী অধ্যাপক মোঃ আকতার হোসেনের আখেরী বক্তব্যে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

  • এওচিয়া দানিশ চৌধুরী বাড়ীর উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১৪তম ঈদ উৎসব অনুষ্ঠান সম্পন্ন

    এওচিয়া দানিশ চৌধুরী বাড়ীর উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১৪তম ঈদ উৎসব অনুষ্ঠান সম্পন্ন

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

    ২৩ এপ্রিল ২৩-রবিবার বিকেলে বিগত বছর ন্যায় এবছরও জাকজমকপুর্ণ আয়োজনে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার আওতাধীন এওচিয়া দানিশ চৌধুরী বাড়ীর উদ্যোগে ১৪তম ঈদ উৎসব অনুষ্ঠান উদযাপিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এমরান হোসেন চৌধুরী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শফিকুল আজম চৌধুরী,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী ও আই আই ইউ সি ট্রাষ্টি বোর্ডের সদস্য এবং ফিমেল একাডেমি জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

    এ সময় মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন ” দানিশ চৌধুরী বাড়ির ঈদ উৎসব’ দক্ষিন চট্টগ্রামে একটি ব্যতিক্রমি আয়োজন, এই সামাজিক আয়োজনে মেধাবী শিক্ষার্থী তৈরি হয়, ভ্রাতৃত্ব ও পারিবারিক সম্পর্ক উন্নতি হয়। মিসেস রিজিয়া রেজা চৌধুরী আলোকিত সমাজ বিনির্মানে তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে ইসলামের আলোকে গঠনমুলক দিক নির্দেশনা দেন এবং দানিস চৌধুরী বাড়ির অদ্বিতীয় প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করেন।
    অনুষ্ঠানে দানিশ চৌধুরী বাড়ির আলোকিত ব্যক্তিত্ব ও বিশিষ্ট শিক্ষাবিদ, বিজেজিএ’র ডাইরেক্টর জনাব মুরিদুল আলম চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সনদ ও শিক্ষা উপকরণ বিতরন করা হয় এছাড়াও সামজে বিশেষ অবদান রাখা আলোকিত ব্যাক্তিদেরকে পুরস্কৃত করা হয়। জনাব শফিকুল আজমের স্মার্ট ও প্রানবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠান বিশেষ উপভোগ্য হয়ে ওঠে – পাঁচ শতাধিক দর্শকের উপস্থিতিতে এমন সুন্দর আয়োজন আর কোথাও তেমন একটা দেখা যায় না।

    উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জনাব নেজাম উদ্দিন মোস্তফা জামাল চৌধুরী, জনাব শহীদুল আলম চৌধুরী (রোমেন)জনাব আনোয়ার হোসেন চৌধুরী, জনাব মোহাম্মদ ছফি চৌধুরী, নুরুল আজিম চৌধুরী, মোস্তফা সেলিম চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী (শাহীন)প্রমুখ।

  • দেশবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ

    দেশবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ

    নির্বাহী পরিচালক।। UkhiyaVoice24.Com

    কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলাবাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন- দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার উখিয়া প্রতিনিধি ও উখিয়া ভয়েস২৪ ডটকম এর নির্বাহী পরিচালক এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, তিনি বলেন মাস ব্যাপী সিয়াম সাধনার পর ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর, তার পরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলার সকল এলাকার বাসিন্দা ও দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি আশা করি ঈদুল ফিতর সবার মাঝে বয়ে আনক অনাবিল সূখ শান্তি ও সমৃদ্ধি। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে কাদে কাদ মিলিয়ে আবদ্ধ হয়। তিনি আরো বলেন, কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা সহ পুরো দেশজোড়ে সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

    ঈদ মোবারক ঈদ মোবারক।

  • চট্টগ্রাম জেলাসহ দেশবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন-সাংবাদিক আলমগীর ইসলামাবাদী

    চট্টগ্রাম জেলাসহ দেশবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন-সাংবাদিক আলমগীর ইসলামাবাদী

    চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

    চট্টগ্রাম জেলা ও বাঁশখালী উপজেলাবাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন – জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক ও দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা চট্টগ্রাম এর পরিচালক: সাংবাদিক আলমগীর ইসলামাবাদী, তিনি বলেন এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা ও বাঁশখালী উপজেলার এলাকার বাসিন্দা ও দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি আশা করি ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। তিনি আরো বলেন,চট্টগ্রাম জেলা ও বাঁশখালী উপজেলা সহ পুরো দেশজুড়ে সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

     

    আজ ৯ এপ্রিল ২০২৩ইং, ১৭ই রমজান, রবিবার, আনোয়ারা চৌমুনিস্থ দাওয়াত রেস্টুরেন্টে বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভায় ইফতার মাহফিল জেলা সভাপতি ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট ইসলামী স্কলার, আল্লামা শুয়াইব রশিদ মক্কি।

    অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা এ বি এম অলিউল্লাহ, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা মোবারক হোছাইন আসিফ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোঃ আব্বাস উদ্দিন, আনোয়ারা থানা ইসলামী আন্দোলনের সভাপতি আরিফ উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফুর, জেলা প্রচার ও দাওয়া সম্পাদক, কবি নুর আহমদ সিদ্দিকী, আনোয়ারা পূর্ব থানার সভাপতি মিজানুর রহমান বাদশা, দক্ষিণ জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জুবায়েরুল ইসলাম প্রমুখ।

  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে,ইফতার মাহফিলে,অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

    নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে,ইফতার মাহফিলে,অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

    আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    রাষ্ট্রের প্রধান কর্তব্য হলো, মানুষের খাদ্য সরবরাহ ঠিক রাখা এবং তা ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। সরকার এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম এখন আকাশচুম্বী। প্রতিদিন দাম বাড়ছে। চাল-ডাল, সবজী, তেল, মুরগী ও গরুর গোস্তের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। রমজানে সমগ্র মুসলিম দেশে নিত্যপণ্যের দাম কমানো হয়। আর বাংলাদেশে দাম বাড়ানোর কুৎসিত প্রতিযোগিতা হয়। দ্রব্যমূল্যের দাম বাড়ার পেছনে দ্রব্যের দুঃপ্রাপ্যতা নয় বরং সরকারের অব্যবস্থাপনা, চাঁদাবাজী, সিন্ডিকেট, অবৈধ কারসাজি ও মজুতদারিই প্রধানত দায়ী। সরকারের উচিৎ এগুলো বন্ধ করে বাজার নিয়ন্ত্রণে রাখা। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, সরকারই অনেক ক্ষেত্রে এসব অবৈধ কারসাজির সাথে জড়িত। আমরা অনতিবিলম্বে বাজার নিয়ন্ত্রণের দাবী জানাচ্ছি। যে করেই হোক, দ্রব্যমূল্যকে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবী করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

    আজ শনিবার (০১ এপ্রিল ২০২৩) বিকাল ৩ টায় নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ আব্দুল্লাহ কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ওলামা মাশায়েখ, সূধী ও রাজনীতিবীদদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম। এতে রাজপথের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এ বি পার্টি, গণ অধিকার পরিষদ, কল্যাণ পর্টি, এলডিপি হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

    আরো বক্তব্য রাখেন, বিএনপি চট্টগ্রাম মহানগরের সভাপতি, ডা. শাহাদাত হোসেন, এ বি পার্টি চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট মোঃ গোলাম ফারুক, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের সভাপতি, মাওলানা তাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মোসলেম উদ্দিন খান জুয়েল, বিশিষ্ট শিক্ষাবীদ ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নুর আজিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতী দিলাওয়ার হোসেন সাকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল আমীন নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল আলম, আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বার, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারী মাওলানা শেখ আমজাদ হোসেন, শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি ওয়ায়েজ হোসেন ভূইয়া, মুহাম্মদ ইবরাহীম খলিল, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম, মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন প্রমুখ।

    ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাধীনতার ৫২ টি বছর পেরিয়ে গেলেও দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার সুফল পায়নি। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি, শাসকগোষ্ঠীর দুর্নীতি, জুলুম-অত্যাচার, ভোটাধিকার হরণ এবং মৌলিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার কারণে জাতি আজ স্বাধীনতার সুফল থেকে চরমভাবে বঞ্চিত। অভাবের তাড়নায় মানুষ আজ সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার পায়নি। বিগত জাতীয় নির্বাচনসহ চলমান স্থানীয় নির্বাচনে এ অবৈধ আওয়ামী লীগ সরকার যা করেছে, তাতে স্বাধীনতার মর্ম বিচ্যুত হয়েছে। তাই, চট্টগ্রামবাসী ভোটাধিকার আদায়ের সংগ্রামেও মুক্তিযুদ্ধের মতো অগ্রণী ভূমিকা পালন করবে।

  • ইফতার মাহফিলে আওয়ামীলীগ,বিএনপিসহ সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেন ইসলামী আন্দোলন

    ইফতার মাহফিলে আওয়ামীলীগ,বিএনপিসহ সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেন ইসলামী আন্দোলন

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আগামী ১লা এপ্রিল ২০২৩ শনিবার, বিকাল তিনটা হতে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ বেপারী পাড়া আব্দুল্লাহ কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিবছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিল। এ বছর ভিন্নভাবে আয়োজন করার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের নগর নেতৃবৃন্দকে এক মঞ্চে বসিয়ে রাজনৈতিক সহাবস্থান ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেন দলটি। ইতিমধ্যে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি এবং সরকারে থাকা আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছে। আরো দাওয়াত গ্রহণ করেছেন, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, ইসলামী দলসমূহের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, ইসলামিক ফ্রন্ট এবং এবি পার্টি ও গণ অধিকার পরিষদ।
    গত২৭ মার্চ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসাইন এর কাছে দাওয়াত নিয়ে যান, তিনি দাওয়াত গ্রহণ করেন এবং ইফতার মাহফিলে আসবেন বলে আশ্বস্ত করেন। সেই সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, নগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আলহাজ্ব আল মোহাম্মদ ইকবাল, নগর প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলামসহ নগর বিএনপি এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
    ২৮ মার্চ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাসির উদ্দিনের কাছে দাওয়াত নিয়ে যান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম ৮ আসনের সদ্য নমিনেশন পাওয়া হাসান আল মামুন ও কাউন্সিলর হাসান মাহমুদ হাসনিসহ আওয়ামী লীগের নগর নেতৃবৃন্দ।

  • পবিত্র রমজানে সিন্ডিকেট ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখুন-ইসলামী আন্দোলন চট্টগ্রাম নেতৃবৃন্দ

    পবিত্র রমজানে সিন্ডিকেট ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখুন-ইসলামী আন্দোলন চট্টগ্রাম নেতৃবৃন্দ

    আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    দ্রব্য মূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণের নাজেহাল অবস্থা, তার মধ্যে প্রতি বছর রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে প্রয়োজনীয় দ্রব্য মূল্য আকাশ চুম্বি করে রাখে। সারা বছরে যা ব্যবসা করে না, রমজানের এক মাসেই তার তিন গুন বেশি করে। অথচ রমজান এসেছে জুলুম থেকে নাজাত দেয়ার জন্য, মানুষের উপর জুলুম করার জন্য নয়। অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার আহবান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।

    আজ ১৭ মার্চ ২০২৩ইং শুক্রবার, বাদ আছর, নগরীর আগ্রাবাদ চত্বরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম।

    মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল ইসলাম বিএসসি, সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, নগর সাধারণ সম্পাদক, আলহাজ আল মুহাম্মদ ইকবাল, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি, আলহাজ ওয়ায়েজ হোসেন ভূইয়া,সাধারণ সম্পাদক, মুহাম্মদ নোয়াব মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইবরাহীম খলিল, ইসলামী আইনজীবি পরিষদ চট্টগ্রাম বারের সভাপতি, এডভোকেট পারভেজ তালুকদার, নগর কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, মুহাম্মদ শরীফ চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি, আল মিজান মুহাম্মদ নোহেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, তানজুম মোল্লা প্রমুখ।

    নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উদ্যেশ্যে বলেন, পবিত্র রমজান হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, এ মাসে ব্যবসা করেন কোন আপত্তি নেই, কিন্তু অতিরিক্ত লাভের আশায় যদি পণ্যে ভেজাল, মালের গুনগত মান ঠিক না রাখা, কম দেওয়া এবং অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকুন, আল্লাহ রাব্বুল আলামীন আপনার ব্যবসায় বরকত দান করবেন।

    নেতৃবৃন্দ আরো বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরা ও চায়ের দোকান বন্ধ ও সকল প্রকার অনৈতিক কাজ, মদ, জুয়া, ব্যাভিচার, নাচ-গান, যাত্রা পালা বন্ধ রাখার আহবান জানান।

    আগ্রাবাদ চত্বর হতে চৌমুহনী হয়ে দেওয়ানহাট মোড় গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত করা হয়।