Category: বিরামপুর

  • বিরামপুরে ভ্রাম্যমান আদালতে একজনের অর্থদণ্ড

    বিরামপুরে ভ্রাম্যমান আদালতে একজনের অর্থদণ্ড

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ইজারা না নিয়ে খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রেজাউল করিম (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    (২৩ শে) জুন শুক্রবার দুপুরে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল উত্তর ভগবতীপুর এলাকার মৃত. একাব্বার আলীর ছেলে।

    ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবিনোদ মৌজার খাস খতিয়ানভুক্ত ১৬ নম্বর দাগে জমিতে দীর্ঘদিন ধরে ইজারাবিহীন বালু উত্তোলন করছেন রেজাউল করিম নামে এক ব্যক্তি। এমন অভিযোগে শুক্রবার দুপুরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রেজাউল করিমকে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

    ইউএনও নুজহাত তাসনীম আওন বলেন, সরকারি জমি থেকে ইজারা না নিয়েই সবার অগোচরে স্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

  • বিরামপুর থানা পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

    বিরামপুর থানা পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

    এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর প্রতিনিধি

    -২৪ শে জানুয়ারি মঙ্গলবার ভোর ০৫.৩৫ ঘটিকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক করেছেন। উক্ত অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তর নির্দেশনায় দিনাজপুরে বিরামপুর পৌরসভাধীন কৃষ্টচাঁদপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রহিত মন্ডল তার বসতবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী মোঃ রহিত মন্ডল (২৬).পিতা-মোঃ হাফিজুল ইসলাম, সাং- কৃষ্টচাঁদপুর,থানাঃ বিরামপুর,জেলাঃ দিনাজপুর এর বসতবাড়ি হতে তার হেফাজতে থাকা ০২(দুই) গ্রাম হেরোইন এবং ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা করেন। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-০৭, তারিখ- ২৪ জানুয়ারি ২০২৩, ধারা-৩৬(১) সারণির ৮(ক)/৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ রুজু করা হয়েছে। আসামির বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান চলমান আছে বলে জানা যায়।

  • বিরামপুরে ছাত্রলীগ ইউনিয়ন নেতার বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ

    বিরামপুরে ছাত্রলীগ ইউনিয়ন নেতার বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    একদিন দুপুরবেলা ছাত্রলীগ নেতা গেলেন এক গুচ্ছগ্রামে। সেখানে গিয়ে এক দোকানীকে জিজ্ঞেস করেন, আপনাদের গ্রামে টাকার ভাবে চিকিৎসা নিতে পারছেনা এমন কেউ আছে নাকি। দোকানী বললেন আছে, বেশ কয়েকজন নাম বললেন ওই দোকানী। ছাত্রলীগ নেতা তখন গেলেন, সেই রোগীর বাড়িতে। রোগীর পেশা ফেরিওয়ালা। গ্রামে গ্রামে কাপড় বিক্রি করেন তিনি। ওই ছাত্রলীগ নেতা সেখানে গিয়ে ওই বৃদ্ধাকে বলেন, চাচী আপনি কি অসুস্থ। আপনার কি কিডনির সমস্যা, টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। অসুস্থ বৃদ্ধ মহিলা তখন বললেন, জ্বী বাবা আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। ইউনিয়ন ছাত্রলীগ নেতা তখন ওই বৃদ্ধ মহিলাকে বলেন, আমি আপনার চিকিৎসা খরচের টাকা ব্যবস্থা করে দিব, তা দিয়ে আপনি চিকিৎসা করাবেন মর্মে ওই ছাত্রলীগ নেতা অসুস্থ বৃদ্ধার কাছ থেকে ১৪,৬০০ টাকা নেন। এমনটি ঘটেছে দিনাজপুরে বিরামপুর উপজেলা জোতবানী ইউনিয়নের পলিখিয়ার মাহমুদপুর গুচ্ছগ্রামে।

    ওই ইউনিয়ন ছাত্রলীগের নেতার নাম তানভীর রাজন সৌরভ। তিনি জোতবানী ইউনিয়নের
    সাধারণ সম্পাদক। সে জোতবানী ইউনিয়নের কসবাসাগপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নরুল ইসলামের ছেলে।

    এবিষয়ে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজন সৌরভের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, সে কল রিসিভ করেন নি।

    ভোক্তাভোগী আনজুয়ারা বেগম বলেন, আমার কাছে ওই ছাত্রলীগ নেতা চিকিৎসা করার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন, বলে আমার কাছ থেকে ১৪,৬০০ টাকা নেয়। কিন্তু ৩-৪ মাস পার হলো তার সাথে যোগাযোগ করলে সে ফোন ধরেন না বরং বিভিন্ন তাল বাহানা করে সময় পার করেন। ভবিষ্যতে কারো সাথে এমন না করতে পারে সেজন্য আমি ওই ছাত্রলীগ নেতার বিচার চাই।

    বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, তানভীর রাজন সৌরভ জোতবানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অভিযোগের কথা শুনেছি। আর আইনি প্রক্রিয়ায় যদি তানভীর রাজন সৌরভ দোষী সাব্যস্ত হন, তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • শীতার্ত অসহায় মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী

    শীতার্ত অসহায় মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    কনকনে শীতে কাঁপছে সারাদেশ। এতে চরম বিপাকে পড়ছেন দিনাজপুরের বিরামপুর পৌর শহরের গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষজন।

    এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের গরীব, অসহায়, দুস্থ মানুষেরা। গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পৌর শহরের এক হাজার শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    আজ শুক্রবার জুম’আ নামাজ বাদ পৌরসভা কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করছেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। এসব কম্বল পেয়ে গরীব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে উঠেছে এবং তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

    পৌর শহরের পশু হাসপাতালপাড়া মহল্লা থেকে শীতবস্ত্র নিতে এসে ৬৫ অর্ধ্ব দুঃস্থ মহিলা মোসলেমা বেগম বলেন, আমার শীতে কষ্ট হয় কথা শুনে বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী আমাকে কম্বল নেওয়ার জন্য একটি টোকেন দিয়েছেন, কম্বল পেয়েছি। কম্বল দেওয়ায় পৌর মেয়রের জন্য আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করি।

    পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, শীতে পৌরসভার গরীব, অসহায়, দুস্থ,
    শীতার্ত মানুষেরা যেন কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে কম্বল নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

  • ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে চুরির চেষ্টা, মাদক ও জুয়া খেলার অপরাধে আটক ৭

    ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে চুরির চেষ্টা, মাদক ও জুয়া খেলার অপরাধে আটক ৭

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

     

    (১২ ই ডিসেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরামপুর থানা পুলিশের বিশেষ ঝটিকা অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তর নির্দেশে বিরামপুর থানার বিভিন্ন এলাকা হতে চুরির চেষ্টা, মাদক ও জুয়া খেলার অপরাধে ০৭ জন আসামিকে আটক করা হয়েছে।

    প্রত্যেকটি ঘটনায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং মোবাইল কোর্ট মামলা নং- ৩৩, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে এর আসামী ১। মোঃ কবির ইসলাম (২৬), পিতা- মোঃ রেজাউল করিম, সাং- কাটাবাড়ী, থানা- ফুলবাড়ীকে ০৩ মাস, মামলা নং- ৩৪, তাং-১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ২। মোঃ শাহীন (২৭), পিতা-মৃতঃ আঃ কাদের, সাং- নিমতলা, থানা- ফুলবাড়ীকে ০১ মাস, মামলা নং-৩৫, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৩। মোঃ আঃ আলীম (২৮), পিতা- মোঃ মনছুর, সাং- চকপাড়া, থানা- বিরামপুরকে ০১ মাস, মামলা নং- ৩৬, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৪। মোঃ জোবায়ের হোসেন(২২), পিতা- আঃ খবির সাং- মুকুন্দপুরকে ০৩ দিন, মামলা নং- ৩৭, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৫। মোঃ মোস্তফা (৩২), পিতা- রিয়াজ উদ্দিন, সাং- মুকুন্দপুরকে ১০ দিন, মামলা নং- ৩৮, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৬। মোঃ শামীম, পিং- বিষু, সাং- পটুয়া কোলকে ০৭ দিন, মামলা নং- ৩৯, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৭। মোঃ নুর ইসলাম(২৩), পিতা- আঃ আলীম, সাং- মুকুন্দপুরকে ০৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, সাজাপ্রাপ্ত আসামিদেরকে আজ দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।

  • বিরামপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    বিরামপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    বিরামপুর উপজেলার মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর থেকে বুধবার ভোরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান- মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ রেল পুলিশে সংবাদ দিলে পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় নিয়ে যায়। অজ্ঞাত নামা নারীর বয়স ৩৫ বছর এবং তার পরনে শাড়ি পড়া ছিল। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে নারীটি আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছে।

    ওসি সুমন কুমার মহন্ত আরও জানান, লাশটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় পাঠানো হয়েছে।

    পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, অজ্ঞাত নারীর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট এর মাধ্যমে পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

  • বিরামপুরে ভাসমান ও ছিন্নমুল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন, ইউ এন ও পরিমল কুমার সরকার

    বিরামপুরে ভাসমান ও ছিন্নমুল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন, ইউ এন ও পরিমল কুমার সরকার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    কয়েক দিন ধরে দিনাজপুরের বিরামপুরে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় শীত নিবারণে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে দুর্ভোগে রয়েছেন ভাসমান ও ছিন্নমূল মানুষ সহ এতিমখানার শিশুরা। এসব অসহায় শীতার্ত মানুষের দুর্বিষহ কষ্টের কথা ভেবেই বৃহস্পতিবার রাতে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যান বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ।

    উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অত্র উপজেলায় কম্বল এসেছি। এরই মধ্যে এসব কম্বল অত্র উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এর বাইরে যারা সরকারি শীতবস্ত্র পাননি আমরা তাদের মধ্যে কম্বল পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ পরে উপজেলা শহরের বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ঢাকা মোড় এলাকায় শীতে কাঁপতে থাকা ভাসমান ও ছিন্নমূল অসহায় মানুষদের কম্বল বিতরণ করেন।

    এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে শীতবস্ত্র পেয়ে খুশিতে মেতে ওঠেন অসহায় মানুষগুলো। এ সময় তারা ইউ এন ওর জন্য মঙ্গল কামনা করেন।

  • বিরামপুর আদর্শ হাইস্কুলে বই উৎসব পালন

    বিরামপুর আদর্শ হাইস্কুলে বই উৎসব পালন

    এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    বিরামপুর উপজেলায় ১ জানুয়ারি, রোববার, সকাল ১১ টায়, আদর্শ হাইস্কুলে বই উৎসব উদযাপন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) উম্মে কুলসুম বানু। বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ আস সাদিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরীনা পারভীন ও সহকারী শিক্ষক এহসানুল হক প্রমুখ।#

    ক্যাপশন: বিরামপুর আদর্শ হাইস্কুলে বই বিতরণ করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) উম্মে কুলসুম বানু।

  • বিরামপুর আদর্শ হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

    বিরামপুর আদর্শ হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ হাইস্কুলের ২০২২ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী প্রোগ্রাম ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, বিরামপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার সেলিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডা. রেজাউল করিম শামীম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, শিক্ষকবৃন্দের মধ্যে রেজাউল করিম, জান্নাতুন ফেরদৌস, সুলতান মাহমুদ সাদিক প্রমুখ।

    ২০২২ ইং শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ফলাফল প্রকাশ করা হয় এবং প্রত্যেক শ্রেণি জিপিএ ৫ প্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়।

    প্রধান অতিথি বলেন, আদর্শ হাইস্কুল ইতোমধ্যে দিনাজপুর জেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। সুনামের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো যত্নবান হতে আহ্বান জানান।

  • ফুলবাড়ীর জয়নগরে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ২

    ফুলবাড়ীর জয়নগরে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ২

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের ফুলবাড়ি জয়নগর পেট্রোল পাম্পের সামনে দিনাজপুর গবিন্দগঞ্জ মহাসড়কে মোটর সাইকেল আরোহী জমি চাষ করা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছে। ফুলবাড়ি থানার থানার (ওসি) আশরাফুল ইসলাম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাদ দিয়ে ওসি আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২২ ডিসে:) রাত ৯.৩০ মিনিটে তিন বন্ধু এক মোটরসাইকেল যোগে ঘুরতে বাহির হয়, এমন সময় ফুলবাড়ির জয়নগর পেট্রোল পাম্পের সামনে, দিনাজপুর গবিন্দগঞ্জ মহাসড়কের উপর ফুলবাড়ী থেকে আসা জমি চাষ করা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মাহাবুর রহমান(৩০)নিহত হয়েছে। নিহত মাহাবুর বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মুনছুর রহমানের ছেলে।

    অপর দুই বন্ধুকে গুরুতর অবস্থায় বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত ডাক্তার হাসনাথ ইয়াসমিন উন্নত চিকিৎসার জন্য সাগর(২০) ও সাখিল(১৭) কে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেছেন।
    তিনি আরো বলেন নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, পরবর্তীতে আইননানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।