Category: বিশেষ সংবাদ

  • বাংলাদেশ কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভা

    বাংলাদেশ কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভা

    সাংবাদিক জিহাদ, ০১৩১৪১২৪৮২২

    গতকাল (১৫) জুন গাছ লাগান- পরিবেশ বাঁচান স্লোগানে,আষাঢ় – শ্রাবণ – ভাদ্র তিন (৩) মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা করেন বাংলাদেশ কৃষক লীগ।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এম,পি,মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় ও সভাপতি মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি এ্যাড, জাহাঙ্গীর কবির নানক সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব ড. মোহাম্মদ হাছান মাহমুদ এম,পি, মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব ফরিদুন্নাহার লাইলী কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব দেলোয়ার হোসেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

    সভাপতিত্ব করেন কৃষিবিদ সমীর চন্দ্র সভাপতি বাংলাদেশ কৃষক লীগ, সঞ্চালনায় এ্যাড ইম্মে কুলসুম স্মৃতি এম,পি,সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ।

    আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক লীগ ( উত্তর) সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মহসিন কবির,যুগ্ম আহবায়ক এ্যাড আল- মামুন ব্যপারি,যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আহসান হাবীব, সদস্য সচিব আর কে মুক্তা,সদস্য জি,এস লিটন ভান্ডারী,এবং আয়নার সরদার সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কৃষি মন্ত্রী হিসাবে আমি সর্বদা কৃষক লীগের পাশে থাকবো, এবং আরো বলেন বাংলাদেশ কৃষি উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে তৃতীয় মতো।

  • চরম দুর্ভোগে কক্সবাজার শহর বাসী

    চরম দুর্ভোগে কক্সবাজার শহর বাসী

     

    সাইফুল ইসলাম
    কক্সবাজার সদর প্রতিনিধি

    টানা কয়েকঘন্টার বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয় শহরজুড়ে। এসময় চরম দুর্ভোগে পড়তে হয় ব্যবসায়ী, নিচু এলাকায় বসবাসকারী লোকজন, যানবাহন চালক, পথচারীদের। মঙ্গলবার সকালের কয়েকঘন্টার ভারী বর্ষণে এমনই চিত্র ফুটে উঠে কক্সবাজার শহরের।
    কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জানা যায়, বর্ষা মৌসুম আসলেই আতংকিত হয়ে উঠেন কক্সবাজার শহরবাসী। এসময় বৃষ্টি যেন অভিশাপে রূপ নেয়। দীর্ঘ বছর ধরে চলা শহরের জলাবদ্ধতা সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজেও সমাধান মিলেনি। তাই আষাঢ়ের ভারী বর্ষণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। প্রতিটি সড়ক-উপসড়কের নাজুকতা, ড্রেইন দখল ও ক্রমান্বয়ে সরু হয়ে আসায় জলাবদ্ধতায় পৌরবাসীর কষ্টের মাত্রা বেড়েছে সীমাহীন।
    এদিকে বৃষ্টি হলেই শহরের বাজারঘাটা, বড় বাজার, বৌদ্ধ মন্দির সড়ক, বাহারছড়া বাজার এলাকা, সমিতি পাড়া, নুরপাড়া,বাচা মিয়া পাড়া টেকপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
    কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, সামান্য বৃষ্টি হলেই বার্মিজ মার্কেট এলাকায় যেভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে ব্যবসা করাতো দূরের কথা, নিজেরা পর্যন্ত ঠিকমত চলাফেরা করতে পারি না। অন্যদিকে একই সুরে কথা বললেন বড় বাজারের সবজি’র আতৎদার রাখাল বাবু। তিনি বলেন, বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি ময়লা-আবর্জনা দোকানে সামনে দিয়ে চলাচল করায় নিজেদের অনেক সবজিও নষ্ট হয়ে যায়।

  • ভোলার বোরহানউদ্দিনে গৃহবধূকে রাতভর গনধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ভোলার বোরহানউদ্দিনে গৃহবধূকে রাতভর গনধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    বিশেষ প্রতিনিধি।।

    ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডে রাতের আঁধারে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে পালাক্রমে গনধর্ষণের ঘটনা ঘটেছে।

    গত(১৩ জুন ২০২১)ইং রবিবার রাত আনুমানিক ৮টার সময় বোরহানউদ্দিন পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মো.সেলিমের গৃহবধু রাজিয়া বেগমকে (৩৫) বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় স্থানীয় মাদক কারবারি ও বখাটে তিন সাহেদ,সুমন এবং ইউসুফ সহ অজ্ঞাত কয়েকজন। এবং একটি অজ্ঞাত স্থানে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ ও নির্যাতন করে অচেতন অবস্থায় রেখে স্থান ত্যাগ করে বলে জানায় ধর্ষিতা ও তার পরিবার।

    এদিকে গভীর রাতে তাহার পরিবার স্বামী ও সন্তানেরা খোজাখুজির পর উদ্ধার করে অচেতন ও মুমূর্ষু অবস্থায় তাহাকে বোরহানউদ্দিন মেডিকেল ভর্তি করে।তবে তার শারিরীক নির্যাতনের অবস্থার অবনতি দেখে বোরহানউদ্দিন মেডিকেলের চিকিৎসা রাতেই ভোলা সদর হাসপাতালে রেফার করে বলে জানায় মেডিকেল কর্তব্যরত চিকিৎসক।

    বর্তমানে ধর্ষিতা ঐ নারী ভোলা সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
    এসময় রাজিয়া বেগম তার ঘটনার এক বর্ননায় সাংবাদিকদের জানান, তিনি বোরহানউদ্দিন উপজেলার পরিবার উন্নয়ন সংস্থা কতৃক একটি ক্ষুদ্র ঋনের ১০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তায় ব্যারিকেড দেয় ধর্ষক বখাটে সাহেদ ও সুমন এবং তাহাকে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে নিয়ে রাতভর শারিরীক নির্যাতন করে। অপর অভিযুক্ত ইউসুফের সহোযোগিতায় পালাক্রমে ধর্ষণ করে।এবং ধর্ষণের শেষে তার কাছে থাকা নগদ ১০হাজার টাকা এবং পরনে সোনার নাক ও কানের দুল নিয়ে স্থান ত্যাগ করে পালিয়ে যায় অভিযোগ তার।

    এবিষয়ে ধর্ষিতার স্বামী মো.সেলিম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।এবং পরিবারের পক্ষহতে এই ন্যাক্কারজনক ঘটনার জন্যে ভোলা ২ আসনের সাংসদ সদস্যের ও আইনের ন্যায়বিচার দাবি করেছেন।

    এবিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাজহারুল আমিন জানান,অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে। এবং পুলিশের পক্ষহতে সকল আসামিদের অতি দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

  • ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা

    ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা

    ভোলা জেলা প্রতিনিধি।

    “Give blood and keep the world beating” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা করছে সামাজিক সংগঠন ভোলা মানব কল্যাণ যুব সংঘ।

    সোমবার (১৪ জুন) সকাল ১০টা ভোলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে ভোলা মানব কল্যাণ যুব সংঘ ব্যানারে এই সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

    শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জজ কোর্টের এডিশনাল পি.পি. ও ভোলা মানব কল্যাণ যুব সংঘের উপদেষ্টা এ্যাডভোকেট সোহেব হোসেন মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ, নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন, ভোলা মানব কল্যাণ যুব সংঘের উপদেষ্টা মীর মোস্তাফিজু রহমান রনি,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, চর টগবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা কালিমুল্লাহ, ভোলা প্রথম আলো বন্ধুসভার সভাপতি এম. আনোয়ার হোসেন।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন,ভোলা মানব কল্যাণ যুব সংঘের আহ্বায়ক ইয়ারুল আলম হেলাল,যুগ্ম আহ্বায়ক মোঃ আরিয়ান আরিফ, রাকিবুলহাসান, সদস্য সচিব মোঃ নূরনবী, উপদেষ্টা মোঃ জাকির
    ,জামাল উদ্দিন জামান,জুয়েল রানা,ধনিয়া ইউনিয়নের দলনেতা আর জে শান্ত, আলীনগর ইউনিয়নের দলনেতা ফকরুল বকসি, শিবপুর ইউনিয়নের দলনেতা মোঃ মহিন, ইলিশা ইউনিয়নের দলনেতা রাকিব হাওলাদার, বাপ্তা ইউনিয়নের দলনেতা জাফর ইসলাম প্রমুখ।

    উল্লেখ, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।

  • বালুটিলায় চাদাঁ দাবি করতে এসে গনধোলাই খেয়ে হাজতে ৪ যুবক

    বালুটিলায় চাদাঁ দাবি করতে এসে গনধোলাই খেয়ে হাজতে ৪ যুবক

    স্টাফ রিপোর্টার

    ফটিকছড়ির দাতঁমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় এক ব্যবসায়ীকে চাদাঁ না পেয়ে মারধর করে তুলে নিয়ে যাওয়ার সময় মীরশ্বরাই উপজেলার করেরহাট ইউপির ৪ যুবককে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    মামলা এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৩ টায় বালুটিলা বাজারে অবস্হিত বিএসসি ইন্জিনিয়ার জাহিদুল ইসলামের মালিকানাধীন মেসার্স মক্কা টের্ডাসে একটি সিএনজি অটোরিকশা নিয়ে হঠাৎ ৫ যুবক উপস্হিত হয়ে জাহিদকে খুজতে থাকে। ফোন পেয়ে জাহিদ বাসা থেকে দোকানে আসা মাত্রই যুবকরা লোহার রড দিয়ে তাকে পিঠাতে থাকে। দাবিকৃত টাকা না পেয়ে এক পর্যায়ে জাহিদকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যেতে চাইলে জাহিদের শোর চিৎকারে বালুটিলা বাজারের ব্যবসায়ী এবং আশে পাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে গনধোলাই দেয়।খবর পেয়ে দাতঁমারা তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে করেরহাট ইউপির ঘেড়ামারা এলাকার রবিউল হোসেন,জসিম উদ্দিন,সাইদুল ইসলাম এবং বদ্দ ভবানি এলাকার রাজুকে আটক করে নিয়ে যায়।বাকী আসামীরা সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    জাহিদ এ ঘটনায় মারাত্নক আহত হয়ে ফেনী সদর হাসপাতালের ৪র্থ তলার ১১ নং ওয়ার্ডে ৪১১ নং বেডে চিকিৎসাধীন থাকায় তার বড় ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে রাতে ভূজপুর থানায় মামলা দায়ের করেছে।

  • লালমোহনে খাস পুকুর লিজ নিয়ে ভূমিদস্যুর ভয়ে এসিল্যান্ডের সহায়তায় পোনা অবমুক্তকরণ

    লালমোহনে খাস পুকুর লিজ নিয়ে ভূমিদস্যুর ভয়ে এসিল্যান্ডের সহায়তায় পোনা অবমুক্তকরণ

    বিশেষ প্রতিনিধি (ভোলা)

    ভোলার লালমোহনে রমাগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ শাহাবুদ্দিন মুন্সি বাড়ির দরজায় জামে মসজিদের সামনে সরকারি খাস পুকুর লিজ পেয়েছেন মসজিদ কমিটি।

    স্থানীয় একদল ভূমিদস্যু জোরপূর্বক দখল করার পায়তারা করলে মসজিদ কমিটি বিষয়টি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম কে জানান। তিনি সত্যতা যাচাই নিজে উপস্থিত থেকে ৪৬ কেজি পোনা অবমুক্তকরণ করেন।

    এব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জানান, এঘটনার খবর পেয়ে মসজিদ কমিটিকে পোনা সংগ্রহ করার কথা বলে আমি উপস্থিত থেকে পোনা অবমুক্তকরণে অংশগ্রহণ করি।সরকারি নিয়মানুযায়ী সকল সহায়তা করা হবে।ভূমিদস্যুদের শাস্তির আওতায় আনা হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন, শাহাবুদ্দিন মুন্সি বাড়ির দরজায় জামে মসজিদের সভাপতি, শাহাজান বাবুল মাস্টার, সাহিদুর রহমান ( সাহিদ মুন্সি), সাগর মুন্সি, রায়হান মুন্সি, মহিউদ্দিন মুন্সি, হাজী সোলায়মান হাং,মোসলেহ উদ্দিন হাং,আলমগীর হাং,লোকমান হাং মেম্বার সহ এলাকার উক্ত এলাকার মুসল্লীগণ ও সাংবাদিক বৃন্দ।

  • ভোলার তজুমুদ্দিনে হাইব্রিডের হাতে আওয়ামীলীগ কর্মী গুরুতর আহত

    ভোলার তজুমুদ্দিনে হাইব্রিডের হাতে আওয়ামীলীগ কর্মী গুরুতর আহত

    ভোলা প্রতিনিধিঃ-

    ভোলার তজুমদ্দিন উপজেলায় দিনে দিনে হাইব্রিড আওয়ামীলীগের উৎপাত বেড়েই চলেছে। এদের সাম্প্রতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ তজুমদ্দিন উপজেলার নিবেদিত আওয়ামীলীগ সহ সাধারণ মানুষ।

    ৪ঠা জুন দিবাগত রাত ১০.৩০ মিনিটে তজুমদ্দিন বাজারে জনাব মোঃ ফজলু মিয়ার মুরগীর দোকানে সামান্য কথা কাটাকাটির জের ধরে মারাত্মক জখমের মত ঘটনা ঘটে।
    এক্ষেত্রে ভিক্টিম ছিলেন তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজীকান্দির আব্দুল মতিন মিয়ার ছেলে মোঃ সোহাগ। যে কিনা ওই সময় মুরগী কিনতে ফজলুর দোকানে গিয়েছিল। তখন ওই সময় উপস্থিত ছিলেন চার দলীয় জোট সরকারের আমলের সন্ত্রাস ও চাঁদাবাজ তজুমদ্দিন পলি ডিজিটাল স্টুডিওর কর্ণধার জনাব মোঃ আলমগীর ও তার ছেলে মোঃ শাওন। যে কিনা বর্তমানে ক্ষমতাসীন আওয়ামীলীগে গত দুই থেকে তিন বছর আগে যোগদান করেন। সোহাগের সাথে সামান্য মুরগীর রাখা নিয়ে সামান্য কথা কাটাকাটিতে ধারালো অস্র ধারা দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন জনাব আলমগীর। পরে তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত থানায় কোন মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি।তবে পবিরারের পক্ষহতে ভিক্টিমের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,তারা আর্থিকভাবে তুলনামূলক অসচ্ছল হওয়ায় তারা খুব আতঙ্কের মধ্যে আছেন। উল্টো জনাব আলমগীর নাকি তাদেরকে হুমকি দিচ্ছেন যদি তাদের নামে কোন মামলা বা সাধারণ ডায়েরি করা হয়,তাহলে আলমগীর মিয়া ভিক্টিমদের নারী নির্যাতন সহ বিভিন্ন সাজানো মামলায় ফাসিয়ে দেবেন।
    এ ব্যাপারে স্থানীয় তৃণমূল আওয়ামীলীগের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাদের মতে দলে নতুন যোগদান বা যোগদেওয়া লোকদের ক্ষেত্রে দলের আরও সতর্ক হওয়া উচিত। না হলে তারা মনে করেন দল মারাত্মক হুমকির দিকে এগিয়ে যাবে।

  • ফিলিস্তিনিদের জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ১৫ হাজার ডলার প্রদান করলেন-ড.আবু রেজা নদভী এমপি

    ফিলিস্তিনিদের জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ১৫ হাজার ডলার প্রদান করলেন-ড.আবু রেজা নদভী এমপি

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ইসরাইলি বর্বরতা ও নৃশংসতায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের খাদ্য ও চিকিৎসা সহায়তার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় দাতা সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ১৫ হাজার মার্কিন ডলার প্রদান করা হয়। আজ (০১ জুন ২১) মঙ্গলবার দুপুর আড়াইটায় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে উপস্থিত হয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও ঢাকা কূটনীতিক কোরের ডীন মি. ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে এই সহায়তা প্রদান করেন।

    ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভুতি ও সহমর্মিতা প্রকাশ করতে সশরীরে উপস্থিত হওয়ায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত মি. ইউসুফ এস ওয়াই রামাদান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র নেতৃত্বে প্রতিনিধি দলকে স্বাগত জানান। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ড.মোজাফফর হোসাইন নদভী, বিশিষ্ট ইসলামী স্কলার মুহাম্মদ আমিন নদভী প্রমুখ।

    রাষ্ট্রদূতের সাথে আলোচনায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠার মুক্তি সংগ্রামের প্রতি একাত্মতা এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সবসময় ফিলিস্তিনি জনগণের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

    তিনি বলেন,ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক ও বন্ধুত্ব দীর্ঘদিনের। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে ড. আবু রেজা নদভী এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার কঠোর নিন্দা জানানোর পাশাপাশি অবরুদ্ধ ফিলিস্তিন জনগণের জন্য দ্রুত সময়ের মধ্যে জরুরী ত্রাণ সহায়তাও প্রেরণ করেছেন। ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও ঢাকা কূটনীতিক কোরের ডীন ইউসুফ এস ওয়াই রামাদানকে আরব বিশ্বসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে নিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভিজিটের আমন্ত্রণ জানান এবং ফিলিস্তিনের শিক্ষার্থীদের বৃত্তিসহকারে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের আশ্বাস প্রদান করেন।

    জবাবে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের জনগণের নিঃস্বার্থ সমর্থন ও অকৃত্রিম ভালোবাসা ফিলিস্তিন জনগণ সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। রাষ্ট্রদূত বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশের পাসপোর্ট থেকে দখলদার ইসরায়েল রাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা লেখা মুছে ফেলায় ফিলিস্তিনের আবাল বৃদ্ধ বনিতার পাশাপাশি ক্ষুদে ফিলিস্তিনিরা পর্যন্ত মর্মাহত হয়েছেন। ইতিমধ্যে ফিলিস্তিনের শিশু কিশোররা ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা পুনঃ বহালের আবেদন জানিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পত্র প্রেরণের উদ্যোগের কথাও জানান। রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের আবেগের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং বাংলাদেশের জাতীয় সংসদে তুলে ধরার জন্য মাননীয় সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর প্রতি অনুরোধ জানান। এসময় রাষ্ট্রদূত জাতিরজনক বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীর আরবী সংস্করণ মাননীয় সাংসদকে উপহার দেন।

  • ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কুয়াকাটায় আবাসিক হোটেল ৭০পার্সেন্ট বিলীন সমুদ্রগর্ভে।

    ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কুয়াকাটায় আবাসিক হোটেল ৭০পার্সেন্ট বিলীন সমুদ্রগর্ভে।

    এইচ এম সাইফুল নূর, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ-

    ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে কুয়াকাটা সৈকত এলাকার জাতীয় উদ্যানের ঝাউবাগানের শতাধিক গাছ উপড়ে পড়েছে।
    ঝাউবাগান এলাকাও জোয়ারের পানিতে তলিয়ে আছে। মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে কুয়াকাটার ৪৮ নম্বর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাঝিবাড়ি পয়েন্ট ও পশ্চিম খাজুরা এলাকা। এখানকার বাঁধের বাইরের পাশের ঢালে যে সিমেন্টের ব্লকগুলো ফেলা হয়েছিল, তা পুরোনো হয়ে যাওয়ায় পানির চাপে ধসে পড়ছে, এবং অনেক দিন বেরিবাদের নতুন মাটি ফেলে রাখায় কাজ সম্পন্ন না হওয়ায় বড় বড় ঢেউ ছুঁয়ে নিচ্ছে বেরিবাধ ঝুঁকির মধ্যে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই তলিয়ে গেছে, জেলেপল্লী, শুটকি মার্কেট, ঝিনুক মার্কেট, ক্যামেরা পট্টি, ঝুঁকির মধ্যে রয়েছে, ডিসি পার্ক, পাবলিক টয়লেট সহ গুরুত্বপূর্ণ দোকানপাট। ইতিমধ্যে আবাসিক হোটেল কিংস ৭০পারসেন্ট সমুদ্র গর্ভে বিলীন হয়েছে। উপকূলীয় কলাপাড়া উপজেলার সার্বিক পরিস্থিতি দেখে করণীয় নির্ধারণ করতে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ কলাপাড়ায় এসেছেন।
    তিনি উপজেলার ধানখালী ইউনিয়নের হাফেজ প্যাদার হাটে ‘দুর্যোগে করণীয় এবং জানমাল রক্ষায়’ মানুষকে সচেতন করতে জনপ্রতিনিধিসহ স্থানীয় মানুষজনকে নিয়ে সভা করেছেন। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক তাঁর সঙ্গে ছিলেন। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, সাগর থেকে ফুঁসে ওঠা জোয়ারের পানি, জেলেপাড়া গুলো নিজেদের মালামাল যত্ন সহকারে উপরে উঠে রাখা হয়েছে, আমাদের পৌরসভা থেকে মাইকিং করা হচ্ছে, এবং সবাইকে সচেতন করা হচ্ছে ,একই সাথে কাউন্সিলর, মনির শরীফ জানান, ঘূর্ণিঝড় ইয়াশ মোকাবেলায় কুয়াকাটা পৌরসভা থেকে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে, আমরা বেরিবাদের বাহির সাইডে থাকা সবাইকে আশ্রয় কেন্দ্রে নিচ্ছি এবং তাদের মালামাল যত্নসহকারে রাখার জন্য সাহায্য করছি। এই নিবন্ধটি যোগ্যতাসম্পন্ন উপর বিনামূল্যে শিপিং প্রস্তাব Face mask পণ্য, অথবা অনলাইনে কিনুন এবং আজই মেডিক্যাল ডিপার্টমেন্টে দোকানে বাছাই করুন
    ধানখালী ইউপির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার বলেন, তাঁর ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রাম থেকে ৩০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছুটে যাওয়ার কারণে নিশানবাড়িয়া, লোন্দা, মরিচবুনিয়া, দাসের হাওলাসহ কয়েকটি গ্রাম ক্ষতির মুখে পড়েছে। লতাচাপলী ইউনিয়নের চাপলীবাজার এলাকার বাসিন্দা কামাল হাসান বলেন, ঘের ও পুকুরের রুই, কাতল, সিলভার কার্প, পাঙাশ, গলদা চিংড়ি ভেসে গেছে। দক্ষিণ বঙ্গোপসাগরের জোয়ারের তাণ্ডবে গঙ্গামতি এলাকার পুরো সৈকত ৫ থেকে ৭ ফুট পানির নিচে তলিয়ে গেছে। সৈকত-সংলগ্ন গ্রামের দুই শতাধিক পরিবারের ঘরের মেঝেতে পানি উঠে গেছে। সাগরের ঢেউ এসে আছড়ে পড়ছে সৈকতে যাতায়াতের পিচঢালা সড়কের ওপর। সরেজমিন ঘুরে দেখা গেছে, ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকা থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০ মিটার ভেঙে গেছে।
    কলাপাড়া পৌরশহরের মাছ বাজার, হ্যালিপ্যাড মাঠ, ফেরিঘাট, বাদুরতলী জলকপাট এলাকা প্লাবিত হয়েছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট ও কাঁচা বাজার রাবনাবাদ পাড়ের লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মুন্সিপাড়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকার জলকপাট এলাকা আগে থেকেই ভাঙা ছিল। রাবনাবাদ নদের জোয়ারের প্রবল চাপে সেখান থেকে আরও দেড় থেকে ২০০ ফুট মাটি ভেঙে গেছে। এর ফলে পূর্ব চর চান্দুপাড়া, চর চান্দুপাড়া, বুড়োজালিয়া, মুন্সিপাড়া, নাওয়াপাড়া গ্রামে জোয়ারের পানি ঢুকে পড়েছে। রান্না করার চুলা পানিতে ডুবে গেছে। এখানকার স্থানীয় লোকজন হাঁস-মুরগি, গরু-ছাগল নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ‘আমরা কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় শুকনো খাবার কেনার জন্য ২৫ হাজার করে টাকা, শিশুখাদ্য কেনার জন্য এক লাখ টাকা এবং গো-খাদ্য কেনার জন্য এক লাখ টাকা বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউপি ও পৌরসভার চেয়ারম্যানদের এই টাকা দেওয়া হয়েছে। ঝড়ের ভয়াবহতা বাড়লে উপকূলের প্রত্যন্ত এলাকায় ঝুঁকিতে থাকা মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

  • উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শংকর বড়ুয়ার পরিবারের মাঝে চেক হস্তান্তর

    উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শংকর বড়ুয়ার পরিবারের মাঝে চেক হস্তান্তর

    শাহেদ হোছাইন মুবিন, উখিয়া। 

    উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত সহকারী প্রধান শিক্ষক বাবু শংকর চন্দ্র বড়ুয়ার স্মরণে শোকসভা ও সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    গতকাল শনিবার ২২/০৫/২১ইং, কুতুপালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন কোডেক সেন্টার হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম এ মান্নান এর সভাপতিত্বে ও স্যার শংকর চন্দ্র বড়ুয়া কল্যাণ ট্রাস্টের আহবায়ক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুপালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ছমি উদ্দিন।

    প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক সাংবাদিক নুরুল হক খান, ২নং উত্তর ঘুনধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন বড়ুয়া, ১নং উত্তর ঘুনধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপন বড়ুয়া, কক্সবাজার এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবু তাহের, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক ওবাইদুল হক জুবেল, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন মেম্বার, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কফিল উদ্দিন, চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্যাট কোর্টের স্টাফ মাহমুদুল হক মামুন, রেডক্রিসেন্ট অফিসার খাইরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রিদুয়ানুল হক চৌধুরী, সহকারি শিক্ষক অরুপ বড়ুয়া তপু, ইসহাক, আব্দুল খালেক, প্রমি বড়ুয়া।

    অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন টিপু বড়ুয়া, স্থানীয় আওয়ামী নেতা অরবিন্দ বড়ুয়া ও আব্দুল আজিজ।

    শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক রাহুল বড়ুয়া আদিত্য, সহকারি শিক্ষক রুপন দেওয়ানজি, সহকারি শিক্ষিকা রিতা বালা দে, সহকারি শিক্ষিকা চম্পা চৌধুরী প্রমুখ।

    সভায় শোকপ্রস্তাব উপস্থাপন করেন স্যার শংকর চন্দ্র বড়ুয়া কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মিজানুর রহমান।
    সবশেষে প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলি এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংগৃহীত অনুদান সর্বমোট ৫,৮৫,৩৮৭ টাকা (পাঁচ লক্ষ পঁচাশি হাজার তিনশত সাতাশি) টাকা প্রয়াত শিক্ষক শংকর চন্দ্র বড়ুয়ার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।