Category: লামা

  • লামায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    লামায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান:

    মহান ভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন “মঙ্গলবার” নয়াপাড়া থেকে র‍্যালি দিয়ে ফাইতং উচ্চ বিদ্যালয় এসে শেষ’করে। সকাল ৯ টায় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন। এদিকে দিবসটি উপলক্ষে ফাইতং ইউনিয়ন আ’লীগ এর অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে ফাইতং উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, পুলিশ, বিদ্যালয় শিক্ষক সহ শত-শত মানুষ শহীদ মিনার ফুল দেয় এবং হল রুমে বিশাল আলোচনা সভা হয়। ’এদিকে সকাল ৭/৮ টায় ভাষা শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মসজিদে কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোনাজাত করে মাওলানা কাজী জাহেদুল ইসলাম ।

    অনুষ্ঠিত আলোচনা সভা ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সিনিয়র সহসভাপতি মো. শহিদুল্লাহ মিন্টু এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. ওমর ফারুক, বিশেষ অতিথি মাহামুদুর রহমান শুক্কুর, পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামিম শেখ, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি সহধর্মিণী শাহিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. সোজা আকবর, কৃষকলীগ সভাপতি মেম্বার মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), যুবলীগ সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইলুল করিম, মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা, যুব মহিলা আওয়ামিলীগ সভাপতি রেজিয়া বেগম, এবং সরকারি কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, আ’লীগ এবং অঙ্গসংগঠন এর নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী সহ নানান শ্রেনী পেশার মানুষ ও দলের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

    স্বেচ্ছাসেবক লীগ মিজানুর রহমান রুবেল বলেন, রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।

    অতিথিরা বক্তব্য বলেন, একুশের চেতনা আমাদের আত্মমর্যাদাশীল করেছে। দুর্জয় সাহস জুগিয়েছে। ‘একুশ মানে মাথা নত না করা’- চিরকালের এ স্লোগান আজও সমহিমায় ভাস্বর। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, যাবতীয় গোঁড়ামি আর সংকীর্ণতার বিরুদ্ধে শুভবোধের অঙ্গীকার। ৫২-র ভাষা আন্দোলনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেসব ভাষা শহীদ, তাদের ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান৷

    প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার দাবীতে রাস্তায় নেমে আসে মানুষ। জারি করা হয় ১৪৪ ধারা, ভেঙে ফেলা হয় শোষকের শৃঙ্খল। রক্তে ভেসে যায় রাজপথ। গুলিতে বিদীর্ণ হয় বুক। শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেকে। ভাষার জন্য প্রাণ দিয়ে ইতিহাস গড়েন তারা। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গের এই দিনটিকে জাতিসংঘ স্বীকৃতি দেয় ১৯৯৯ সালে। অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনার প্রতীক ‘শহীদ মিনার।

  • লামায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    লামায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

     নিজস্ব প্রতিবেদক বান্দরবান :

    সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।(১১ই ফেব্রুয়ারি) শনিবার গজালিয়া বাজার ও গতিরাম পাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ রবিউল্লা মেম্বারের সভাপতিত্বে শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবু বাথোয়াইচিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামিলীগ দপ্তর সম্পাদক ও বান্দরবান কৃষকলীগ এর অন্যতম সদস্য অজাহা ত্রিপুরা। সমাবেশ অনুষ্ঠান উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক উশোঞোয়াই মার্মা জয়, গজালিয়া ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক ইলিশাই ত্রিপুরা মেম্বার। জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক মোঃ মুছা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কামাল উদ্দিন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ অত্র ইউনিয়ন সকল গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

    শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত বর্তমান সরকারের উন্নয়ন দেখে হতাশ হয়ে পড়েছে। এখন তারা আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর নির্দেশনামতে তৃণমূল পর্যায়ে আমরা রাজপথে আছি। বিএনপি- জামাত যতই শক্তিশালী হোকনা কেন দেশে কোন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামীলীগ, কৃষক লীগের, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন-এদেশের স্বাধীনতা, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন- এ দেশের অর্থনৈতিক মুক্তি।যেকোন পরিস্থিতি মোকাবিলায় সহযোগী সংগঠন সহ বাংলাদেশ আওয়ামীলীগ মাঠে থাকবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবে।

    এসময় আওয়ামীলীগের নেতা বক্তব্যে বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে”।

    বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় যাতে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারেন সেজন্য আগামী জাতীয় নির্বাচনে নিজেদের ভেদাভেদ ভুলে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে”।

  • বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম সমবায় সমিতি লিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,

    বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম সমবায় সমিতি লিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,

    নিজস্ব প্রতিবেদক বান্দরবান :

    বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ আলোচনা সভা রেজিঃ নং ৭২৬ বিশাল আলোচনা সভা ও সুধী সমাবেশ। (১০ ফেব্রুয়ারী) শুক্রবার বিকালবেলা ফাইতং স্টেশন।
    অনুষ্ঠান উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান, প্রধান অতিথি হিসেবে ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মো. ওমর ফারুক, বিশেষ অতিথি আওয়ামিলীগ সহসভাপতি মাহামুদুর রহমান শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ এইচ এম আহসান উল্লাহ, শ্রমিক ইাউনিয়ন সমিতি, সাধারণ সম্পাদক আবু মুছা, বরইতলী ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর, যুবলীগ নেতা সাদ্দাম হোসাইন শাহীন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়, সাংবাদিক মোঃ ইসমাইলুল করিম, মহিলা মেম্বার মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা।

    আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি থোয়াইম্রা মার্মা, সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ বশিরসহ ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতি লিঃ সদস্য বৃন্দা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উক্ত সমিতি সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস, সঞ্চালনায় করেন ফরহাদ আহমদ সজল।

    বিশেষ অতিথি সাদ্দাম হোসাইন জয় বক্তব্য বলেন, পুরো ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম এই ইউনিয়নে যাত্রী সাধারণের যোগাযোগ পরিসেবার ক্ষেত্রে ইজিবাইক টমটম যুগান্তকারী ভূমিকা রাখবে বলে এ সমিতির নেতারা আশাবাদী। সমিতির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন।

    বিশেষ অতিথি শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন, ‘সমগ্র ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ’ নামে এ সংগঠন ইতোমধ্যে জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন লাভ করেছে। নিবন্ধন নং- ৭২৬। সম্প্রতি ফাইতং বাজারের এ সমবায় সমিতির কমিটি গঠিত হয়। সমবায় সমিতি আইন ২০০১এর ১৮(২) এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৩২ (১) বিধিমতে কমিটি গঠিত হয়েছিল।

    অনুষ্ঠান উদ্বোধন মোহাম্মদ ছালেকুজ্জমান এবং অতিথিরা বক্তব্য বলেন, ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ সমৃদ্ধি কামনা করে দিক নির্দেশনা প্রদান করেন। এতে দেশ ও দশের কল্যাণে এই সমিতি’কে কাজ করার আহ্বান জানান। ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতির রেজিষ্ট্রেশন সহযোগিতা এ ধরনের আয়োজনে যারা শ্রম দিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

    অনুষ্ঠান প্রধান অতিথি মোঃ ওমর ফারুক বলেন, ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতি লিঃ সবার আখেরাত কে আজীবন স্মরণ রেখে শ্রমিকদের টমটম চালানো আহবান এবং যাত্রীদের সর্বদা সম্মানের সহিত ব্যবহার করে গাড়ি চলাতে বলে। তিনি আরো বলেন, এক সময়ে এলাকায় রাস্তা তেমন গাড়ি চলাচল করতে পারতো না। বর্তমানে সরকারের ডিজিটাল উন্নয়ন বাংলাদেশ করার কারণে সব শ্রমিকরা সহজে গ্রামে গাড়ি চলাচল করছে। যা একটি উন্নয়ন অভূতপূর্ব পরিবর্তন বলে তিনি দাবি করেন।

    পরিশেষে সকল অতিথিবৃন্দ কে সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানিক কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

  • আগামী ১৫ ফেব্রুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে সরই ব্যাডমিন্টন টুর্ণামেন্ট”২০২৩ইং

    আগামী ১৫ ফেব্রুয়ারী উদ্বোধন হতে যাচ্ছে সরই ব্যাডমিন্টন টুর্ণামেন্ট”২০২৩ইং

    বিশেষ প্রতিনিধি,

    “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান সামনে রেখে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে প্রতি বছরের ন্যায়ায় এইবারেও শুরু হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।

    আগামী ১৫ ফেব্রুয়ারী”২০২৩ইং বুধবার সরই ইয়ং সোসাইটি সংগঠনের আয়োজনে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির মাঠে এ টুর্ণামেন্টটি শুরু হবে।

    টুর্ণামেন্টে এন্ট্রি ফি ধার্য্য করা হয়েছে ১৫৫১ টাকা।ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ ফেব্রুয়ারী।

    টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে থাকছে ১৫ হাজার টাকা এবং রানার্স আপ ট্রফি সহ ১০ হাজার টাকা প্রাইজমানি। সম্পূর্ণ খেলা আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হবে।

    যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে এই নাম্বারে ০১৮৭৪-৭৫৪৩৬৮ যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি।

  • ঈদের আগেই ফাইতং ইউনিয়নের ৪০০ পরিবারের মুখে হাসি ফুটালেন মানবিক বন্ধু আব্দুল জলিল কোং

    ঈদের আগেই ফাইতং ইউনিয়নের ৪০০ পরিবারের মুখে হাসি ফুটালেন মানবিক বন্ধু আব্দুল জলিল কোং

    (বিশেষ প্রতিনিধি),

    বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অসহায় দুঃস্থ ৪০০ পরিবারের মুখে হাসি ফুটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনবান্ধব দায়িত্বশীল ব্যক্তি এবং সকলের পরিচিত প্রিয়মুখ মানবিক বন্ধু জননেতা মুহাম্মদ আব্দুল জলিল কোম্পানি। এসময় তার নিজ অর্থায়নে ৪০০ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ এপ্রিল”২০২২ইং শুক্রবার সকালের দিকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় আব্দুল জলিল কোম্পানি বলেন, মানুষ, মানুষের জন্য, জীবন, জীবনের জন্য। জীবন চলার পথে সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই এলাকার মানুষের পাশে মানবিক ভাবে দাঁড়ানো সকলের দায়িত্ব মনে করি। তাই আমি একমাত্র আল্লাহকে সন্তুুষ্টি অর্জনের উদ্দেশ্যে সমাজের হতদরিদ্রদের সেবার মধ্যেও আত্মতৃপ্তি আছে। আর সাধারণ মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাটাই জন্য বড় প্রাপ্তি।

    তিনি আরও বলেন, এলাকার মানুষদের সাথে নিয়ে এই রমজানে বিভিন্ন ওয়ার্ডে, মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করেছি এবং করোনা ভাইরাসের মধ্যেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও মানবতার সেবায় মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশা-আল্লাহ্।

    পরিশেষে মানবিক বন্ধু আব্দুল জলিল কোম্পানি সকলের আন্তরিক দোয়া, ভালবাসা কামনা করেছেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

    ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, বানিয়ারছড়া সিএনজি সমিতির সভাপতি ঈমাম উদ্দিন, ব্যবসায়ী নাজেম উদ্দিন নাজু, হাফেজ অহিদুল্লাহ সহ আরও অনেকেই।

  • সরইতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরূপ ১০কেজি করে চাউল পেলো ২৩’শত অসহায় পরিবার

    সরইতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরূপ ১০কেজি করে চাউল পেলো ২৩’শত অসহায় পরিবার

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়ন পরিষদে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহিত ভলনারেবল গ্রুপ ফিডিং (ভি.জি.এফ) প্রকল্পে ইউনিয়ন ভিত্তিক কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়।

    আজ ২৮ এপ্রিল”২০২২ই বৃহস্পতিবার সকাল ৯টা হতে উক্ত বিতরণের কার্যক্রম শুরু করা হয়।

    চাউল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র পরিষদের সন্মানিত চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস কোম্পানি।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোম্পানি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষেথেকে ঈদ উপহার হিসাবে ইউনিয়নের ২৩’শত অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করছি। ঈদের আগে ঈদ উপহার হিসাবে ১০ কেজি করে চাউল পেয়ে গরীব অসহায় মানুষদের মুখে হাসি ফুটেছে এবং তারা বলছে এই চাউল নিয়ে পরিবারের সকলের মুখে ঈদের দিন দুমুঠো ভাত দিতে পারবো।

    প্রধানমন্ত্রীর উপহার নিতে আসা কয়েকজন ব্যক্তি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আমরা অনেক খুশি। আমরা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তার জন্য দোয়া করতেছি। আমাদের মন্ত্রী বীর বাহাদুর একজন মানবিক জনবান্ধব মানুষ। তিনি সবসময় গরীবের খবর নেন। বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। আমরা তার জন্যও দোয়া করি।

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোম্পানি নিজে উপস্থিত থেকে তার নের্তৃত্বে সকাল থেকে সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে চাউল বিতরণ করছেন অত্র পরিষদের সচিব, ইউ,পি সদস্য এবং গ্রাম পুলিশ । তাদের এই সুন্দর পরিবেশে চাউল বিতরণে আমরা ঝামেলা মুক্ত এবং অনেক খুশি।

    এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব এবং সকল ওয়ার্ডের ইউ,পি সদস্যরা সহ আরও অনেকেই।

  • বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল-এর নিজ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল-এর নিজ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি,

    পবিত্র মাহে রমজান উপলক্ষে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবিক, জনবান্ধব ব্যক্তি মোঃ আব্দুল জলিল-এর নিজ উদ্যোগে ২২তম ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

    ২৪ এপ্রিল”২০২২ইং রবিবার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুতাবাদি পাড়া আমতলা জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও পরিছন্ন রাজনীতিবিদ মোঃ হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মোঃ রিজু সহ আরও অনেকেই।

    এই মহতি উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল জলিল বলেন, মানবিক ভাবে সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। একজন রোজাদারকে ইফতার করানোর মধ্যেও আত্মতৃপ্তি আছে। তিনি সমাজের বিত্তবানদের এসকল ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

    এই মানবিক দৃষ্টান্তের মডেল হিসেবে আব্দুল জলিল এর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।