Category: শিক্ষা প্রতিষ্ঠান

  • আসুন মসজিদ কেন্দ্রিক মক্তবগুলো চালু করি, সাথে সম্ভব হলে হিফজখানা এবং প্রাথমিক দ্বীনি মাদরাসা প্রতিষ্ঠা করি-শফকত হোসাইন চাটগামী

    আসুন মসজিদ কেন্দ্রিক মক্তবগুলো চালু করি, সাথে সম্ভব হলে হিফজখানা এবং প্রাথমিক দ্বীনি মাদরাসা প্রতিষ্ঠা করি-শফকত হোসাইন চাটগামী

    আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    আজ ০১ ফেব্রুয়ারী ২২, মঙ্গলবার বিশিষ্ট লেখক ও গবেষক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর অভিমত,
    দেশের মসজিদ কেন্দ্রিক মক্তব ফোরকানিয়া মাদরাসা গুলো আজ বিলুপ্তির পথে। আগের মত আর সকালে কোরআন বুকে নিয়ে মসজিদে মক্তবে যেতে ছেলে মেয়েদের তেমন দেখা যায়না। যদিও ইল্লা-মাশাআল্লাহ এখনো কিছু কিছু জায়গায় মক্তবগুলো স্বগৌরবে দাড়িয়ে আছে আলহামদুলিল্লাহ।

    এই মুহুর্তে আমাদের আলেম ওলামা তরুণ শ্রেণীর দরকার মসজিদ কেন্দ্রিক মক্তবগুলো চালু করার ফিকির করা, উদ্যোগ নেয়া।
    শুধু তাই নয়; সব মসজিদ কেন্দ্রীক মক্তবগুলো আবার চালু করার পাশাপাশি জায়গায় জায়গায় হিফজখানা এবং প্রাথমিক মাদরাসা প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। আর মাদরাসা এবং মক্তবগুলো হবে ঢালাও কালেকশন আর ভিক্ষা মুক্ত। মাদরাসা এরিয়ার বাইরে গিয়ে চাঁদা কালেকশন না করার শপথ নিতে হবে। আর নিজ এরিয়া মাদরাসার আতরাপ এলাকার লোকজনকে পাশের মসজিদ, মক্তব, হিফজখানা এবং মাদরাসাগুলোতে স্বেচ্ছায় দান করার উৎসাহ দিতে হবে জনগনকে। এভাবে হলে অবশ্যই সফল হবে। মনে রাখতে হবে, আগামীতে হয়তো এই কাজটি অনেক কঠিন হয়ে পড়বে। তাই এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন।

    আমরা হয়তো অনেকেই জানিনা “মসজিদ মাদরাসা ও কবরস্থান করতে সরকারী অনুমতি নিতে হবে” এমন আইন অলরেডি পাশ করা হয়েছে। হয়তো এখন এই আইন দিয়ে আমাদের ধরবেনা; কিন্তু এমন একদিন আসবে যখন এই আইন দিয়েই সংকোচিত হবে মসজিদ মাদরাসা কবরস্থানের দরজা।

    তাই আসুন এখন থেকেই শুরু করি মসজিদ কেন্দ্রিক মক্তব, হিফজখানা ও প্রাথমিক দ্বীনি মাদরাসা।

  • উখিয়া কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিমের অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    উখিয়া কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিমের অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    কাজল আইচ, উখিয়া।

    কক্সবাজারের উখিয়া উপজেলার, উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিম মহোদয়ের অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ এর সভাপতিত্বে শুরু হয়ে অবসর গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অদ্য ২৪ জানুয়ারি ২০২২ খ্রিঃ সোমবার দুপুর ১২ ঘটিকার দিকে উখিয়া কলেজ প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া কলেজ গভর্ণিংবডির সভাপতি, জনাব মোঃ নিজাম উদ্দিন আহমেদ।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র কলেজ পরিবারের গভর্ণিংবডির সদস্য জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া কলেজ গভর্ণিংবডির সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, উখিয়া শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী, অধ্যাপক শাহআলম, অধ্যাপক সবুজ শাহরিয়ার, প্রভাসক আমানত উল্লাহ সাকিব, সাবেক উপ অধ্যক্ষ মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করছেন উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল আলম তৌহিদ,

    এছাড়াও উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব এম ফজলুল করিম মহোদয়ের বিদায় অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের অতিথি মহোদয়ের সাথে পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন কলেজ পরিচালনা কমিটি ও অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারি বৃন্দরা।

  • জেলা ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করেন মা’হাদ আন-নিবরাসের ছাত্ররা

    জেলা ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করেন মা’হাদ আন-নিবরাসের ছাত্ররা

    নিজস্ব প্রতিবেদক

    হুফ্‌ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত জেলা ভিত্তিক হিফ্‌জুল কুরআন প্রতিযোগিতা ২০২২ এর ২০ পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করার সৌভাগ্য অর্জন করেছে কক্সবাজার শহরের সাড়াজাগানো শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাসের শিক্ষার্থী হাফেজ হা-মিম মুহাম্মদ এবং একই গ্রুপে ৫ম স্থান অধিকার করেছে মা’হাদেরই শিক্ষার্থী হাফেজ মুশফিকুর রহমান। পাশাপাশি ৩০পারা গ্রুপে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছে মা’হাদ আন-নিবরাসের শিক্ষার্থী হাফেজ আবু বকর সিদ্দিক।

    মা’হাদ আন-নিবরাসের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা আনসারুল্লাহ জানান, আমাদের মা’হাদের শিক্ষার্থীরা মা’হাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোড়ন সৃষ্টি করে আসছে। সেই ধারাবাহিকতায়, আমরা আজও (গতকাল) সাফল্যের প্রমাণ রাখতে পেরেছি।

    মা’হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক বলেন, ২০১৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠালাভের পর থেকেই মা’হাদ আন-নিবরাসের অর্জন ও সাফল্যযাত্রা সুচারুরূপে অব্যাহত রয়েছে এবং তা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের বুকে ইসলামি আধুনিক শিক্ষাব্যবস্থায় আমরা সকল সচেতন অভিভাবকের আদর্শের কেন্দ্র হতে চাই।

    মা’হাদ আন-নিবরাসের পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ মা’হাদের সার্বিক সাফল্যের জন্য সকলের নিকট দু’আ কামনা করেছেন।

    Ma’had An Nibras معهد النبراس

  • উখিয়ায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

    উখিয়ায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

    এম. কলিম উল্লাহ, উখিয়া।

    সরকার অনুমোদিত দক্ষিণ-পূর্ব এশিয়ার হাফেজে কুরআনদের সর্ববৃহৎ সংগঠন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ৩য় তম হিফজুল কুরআন প্রতিযোগিতা আগামীকাল অনুষ্ঠিত হবে।

    ২০ ডিসেম্বর ২০২১ খ্রিঃ সোমবার উখিয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া আজিজুল উলুম মাদ্রাসার মাঠে সকাল ৯ ঘটিকা হইতে হিফজুল কুরআন প্রতিযোগিতা আরম্ভ হবে।

    কুরআনুল করিম এর শিক্ষাই জাতির মেরুদন্ড। কুরআনের শিক্ষা ছাড়া মানব জাতির উন্নতির শিখরে পৌঁছতে পারে না। মানবজাতির যত বেশি কুরআনুল কারিমের শিক্ষায় শিক্ষিত হবে ততো বেশী লাভবান হবে। এই ধারণাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কুরআন পড়ুয়া ছাত্রদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে এটি একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন পড়ুয়া কচিকাঁচা কোমলমতি শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন। কক্সবাজার জেলার নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত নদী পাহাড় ঘেরা আমাদের প্রিয় উখিয়া উপজেলার জনসাধারণকে কোরআনের প্রতি উৎসাহিত করতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ৩য় তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাওলানা নুরুল হক।

    এতে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ জেলা, উপজেলা ও বিভাগীয় সমন্বয়কারী দায়িত্বশীল গন উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শেষ হওয়ার পরই ফলাফল প্রকাশ, সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।

    মহতি প্রতিযোগিতায় কুরআনপ্রেমী সকল মুসলিম উম্মাহ, উখিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও ব্যাপক অংশগ্রহণ আন্তরিক ভাবে কামনা করেছেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম এবং প্রচার সম্পাদক এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

  • বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে- পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে- পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    – দিনাজপুরের বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের ২০২১ইং শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ (৩ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১টার সয়ম পৌর কিন্ডার গার্ডেন স্কুল চত্তরে স্কুলের প্রধান শিক্ষক আলিমুল ইসলামের সভাপতিত্বে এই বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়।

    পৌর কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক আলিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ ওবায়দুল মিনহাজ,ও মনজুর এলাহী রুবেল চৌধুরী,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, পৌর কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক আলিমুল ইসলাম প্রমুখ

    এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থীর অভিভাবকগণ, শিক্ষার্থী, সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে ২০২১ ইং শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর বিদায়ী পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া করা হয়।

  • ইসলাম নগর, মাদ্রাসাতুল আবরার এর “দোয়া ও বিদায়” অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত

    ইসলাম নগর, মাদ্রাসাতুল আবরার এর “দোয়া ও বিদায়” অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদন,

    অদ্য ০২-১২-২০২১ ইং, বৃহস্পতিবার, মাদ্রাসাতুল আবরার প্রাঙ্গনে চকরিয়া উপজেলাধীন কৈয়ারবিল ইউনিয়নের অন্তর্গত ইসলাম নগরে অবস্থিত অন্যতম দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান “মাদ্রাসাতুল আবরার” কর্তৃক আয়োজিত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও ৩য় শ্রেণির খতমে কোরআন উপলক্ষে “দোয়া ও বিদায় অনুষ্ঠান” সম্পন্ন হয়।

    মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন সাহেব এর পরিচালনায় ও শিক্ষক হাফেজ নেজাম উদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দা. বা.।

    উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মসজিদ কক্সবাজার এর সম্মানিত খতিব, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক,
    জনাব হাফেজ মাও. এডভোকেট রিদওয়ানুল কাবীর।

    বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র এলাকা তথা কৈয়ারবিল ০৭ নং ওয়ার্ডের নব নির্বাচিত এম.ইউ.পি জনাব ইলিয়াস সাঈদী, অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মামুনুর রশীদ, ইসলাম নগর দারুল ইসলাহ দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, ইসলাম নগর নূরাণী তা’লিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহেদ, চকরিয়া শাহ আমানত হজ্ব কাফেলার পরিচালক মাওলানা জিয়াবুল হক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুল করিম কাসেমী, ০৭ নং ওয়ার্ড আওয়ামি লীগের সভাপতি জনাব আব্দুল আলিম, জনাব ডাক্তার সোলতান আহমদ, হাজিয়ান ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন আনছারী, জনাব আল মোহাম্মদ ওয়াহেদ সহ উপস্থিত ছিলেন আরো বিশেষ সামাজিক, দ্বীনি, ও চিন্তাশীল ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন এলাকার বিশেষ লোকজন ও অভিবাবক/অভিবাবিকা মন্ডলী সহ অনেকেই।

    বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যেক মুসলিম অভিবাবক/অভিবাবিকা মন্ডলীর উচিত আবশ্যিকভাবে প্রাথমিক পর্যায়ে নিজেদের সন্তানদের দ্বীনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এবং দ্বীন সম্পর্কে অজ্ঞতা থেকে সন্তানদের রক্ষা করতে অবশ্যই অবশ্যই মাদ্রাসাতুল আবরারের ন্যয় নিজ নিজ সমাজে ও দেশে প্রচলিত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত নূরাণী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করানো অপরিহার্য্য। অন্যথায় আপনার সন্তান ধর্মান্ধতা, খোদাদ্রোহীতা, ইসলাম বিমুখতা, ধর্মহীনতা এমনকি ইসলাম বিদ্বেষী নাস্তিকতার মন-মানসিকতায় গড়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে।

    কাজেই, ইসলামী চিন্তা-চেতনা ও আক্বীদা-বিশ্বাসে আপনার সন্তানকে গড়ে তুলতে প্রাথমিক পর্যায়ে একাডেমিক দ্বীনি শিক্ষা দেয়াটা বাঞ্চনীয়। এদতসংক্রান্ত বিষয়ে অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা এডভোকেট রিদওয়ানুল কাবীর দলীল ও তথ্যভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনা রাখেন।

    সর্বশেষ মাদ্রাসাতুল আবরার এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবের দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে আয়োজনের সুসমাপ্তি সম্পন্ন হয়েছে।

    পরিশেষে মাদ্রাসাতুল আবরার এর সম্মানিত নির্বাহী পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন, শিক্ষক মাওলানা জাকারিয়া, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইয়াসিন আরফাত, হাফেজ নেজাম উদ্দিন ও মাওলানা মাহমুদুল হাসান; অতিথিবৃন্দ, স্থানীয় লোকজন, অভিবাবক/অভিবাবিকা মন্ডলী সহ যারা উপস্থিত হয়ে ও বিভিন্ন ভাবে আন্তরিক সহযোগীতা করে, বিদায় ও দোয়া অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
    ওয়ামা আ’লাইনা ইল্লাল বালাগ।

  • বঙ্গমাতা মহিলা কলেজ ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    বঙ্গমাতা মহিলা কলেজ ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    নিজস্ব প্রতিনিধি।

    কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার সর্বপ্রথম একমাত্র সরকারি মহিলা শিক্ষা প্রতিষ্ঠান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বঙ্গমাতা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিন এর সভাপতিত্বে শুরু হয়।

    অদ্য ২৫ নভেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও গভর্ণিং বোডি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের সভাপতি মোঃ নিজাম উদ্দিন আহমেদ, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মতো জনপ্রতিনিধি নব-নির্বাচিত চেয়ারম্যান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দাতা সদস্য জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা একাডেমী সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, অত্র কলেজের প্রভাষক হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, রঞ্জিত বড়ুয়াসহ শিক্ষিত সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এছাড়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সকল অতিথি বৃন্দ, শিক্ষক ও পরীক্ষার্থীদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

  • মধুপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী ড.খান আসাদুজ্জামান

    মধুপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী ড.খান আসাদুজ্জামান

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদঃ- এডমিন।

    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত মধুপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ- আমুয়াটা,দড়িহাতিল মধুপুর, টাঙ্গাইল-এর গভর্নিং কমিটির চেয়ারম্যান হিসেবে গত ২৭ অক্টোবর ২০২১, প্রজ্ঞাপন নম্বর ৪৮১৭ দ্বারা- উক্ত শিক্ষা বোর্ড কর্তৃক নিযুক্ত হয়েছেন ড. খান আসাদুজ্জামান, পিতা- খান আক্তারুজ্জামান, দোহাজারী, আট্টাকা, ফকিরহাট, বাগেরহাট।

    গত ১৬ নভেম্বর ২০২১ খ্রিঃ বুধবার ঢাকা মতিঝিল যুব উন্নয়ন অধিদপ্তর অডিটোরিয়ামে ড. খান আসাদুজ্জামান মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করেন- উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব মো. নাসির উদ্দীন।
    উল্লেখ্য যে, ড.খান আসাদুজ্জামান আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের একজন সম্মানিত পরিচালক।

    তিনি শিক্ষা, গবেষণা ও মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান “সফেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষে থাকাকালীন সময়ে সহপাঠী, অগ্রজ ও অনুজদের সাথে নিয়ে ১৯৯৭ সালের ১ ডিসেম্বর সোসাইটি ফর এনলাইটেনিং ন্যাশন (সফেন) নামক এ অরাজনৈতিক প্রতিষ্ঠানটি গড়ে তোলার মধ্য দিয়ে মানুষ ও মানবতার সেবায় সুদীর্ঘ ২৫ বছর যাবৎ নিজেকে নিমগ্ন রেখেছেন, যা তাঁর মানবসেবা ব্রতের উজ্জ্বল উদাহরণ।

    ড.খান আসাদুজ্জামান জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার, The Daily Bangladesh Dairy এবং মাসিক অপরাজেয় বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক। এ ছাড়াও বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান একাধারে একজন স্বনামধন্য কবি, লেখক, কণ্ঠশিল্পী, গবেষক ও সমাজকর্মী।

  • উখিয়ার পশ্চিম দরগাহবিল তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

    উখিয়ার পশ্চিম দরগাহবিল তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    গত ২৪ সেপ্টেম্বর ২০২১খ্রিঃ শুক্রবার বিকাল ২ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহবিল স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল জনাব এ্যাডভোকেট সাব্বির আহমদ সাহেব এর সভাপতিত্ব শুরু হয়।

    উক্ত সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বিশিষ্ট ইসলামি সাহিত্যিক লেখক ও তরুণ মোফাচ্ছির
    হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির সাহেব, মুহাদ্দিস হোয়াইক্যং মনিরঘোনা ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা টেকনাফ ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ উখিয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    জনাব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, সুপার টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্না দাখিল মাদ্রাসা, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব ইকবাল মেম্বার প্রমুখ এছাড়া স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা খুলে দেয়ার আহ্বান বেফাক সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান -মাহমুদুল হাসান

    স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা খুলে দেয়ার আহ্বান বেফাক সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান -মাহমুদুল হাসান

    বার্তা সম্পাদক,আলমগীর ইসলামাবাদী

    শরিয়া ও সুন্নাহভিত্তিক দেশ চললে অচিরেই করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ও যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

    গত শুক্রবার (৬ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসা মসজিদে জুমার বয়ানে এসব কথা বলেন তিনি।

    জুমার বয়ানে তিনি আরও বলেন, মাদরাসার পরিবেশ তো ভিন্ন। মাদরাসার ছাত্র তারা রাস্তায় বের হয় না। ঘরে বসে থাকে। তাদের সাথে ওই ছেলেদের তুলনা হয় না। তারা রাত-দিন নামাজ পড়ে। তারা চোখের পানি ফেলে শেষ রাতে। আল্লাহর কাছে দোয়া করে। এই চোখের পানির জন্যই এই দেশ বেঁচে আছে। আর এসব মাদরাসাকে বন্ধ করে রেখেছে। আর কত আলেম জেলের মাঝে চোখের পানি ফেলছে। এ কারণে দেশের উপর আজাব আসতেছে।

    সরকারকে উদ্দেশ করে আল্লামা মাহমূদুল হাসান বলেন, সরকার যদি সত্যিই কল্যাণ চায় তাহলে যেনো ইসলাম সবার জন্য সহজ করে দেয়। অন্তত পরীক্ষামূলক চালু করতে পারে। কেননা ইসলাম শুধু ব্যক্তি জীবনের জন্য নয়। ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলাম চালু করা জরুরি।

    তিনি আরও বলেন, বিশ্ব মহামারি করোনার এই কঠিন সময়ে খেটে খাওয়া গরিব মানুষের প্রতি করুণা করতে হবে। তবেই আল্লাহর রহমত আসবে। আল্লাহর রহমত ছাড়া এই বিপদ থেকে মুক্তি অসম্ভব। লকডাউনে যাতে কোনভাবে গরিব মানুষ নির্যাতিত না হয়, সেদিকে প্রশাসনকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ, অত্যাচারিতের কান্নায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই কঠোর লকডাউনেও যেমনিভাবে শারিরীক রোগের চিকিৎসা কেন্দ্র, চিকিৎসক ও সংশ্লিষ্ট সবকিছু বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হয়েছে, তেমনি মন ও অন্তরের রোগের চিকিৎসা কেন্দ্র ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ তথা আলেম উলামা ও এ সংক্রান্ত প্রতিষ্ঠান-মাদরাসাগুলোকেও অবিলম্বে খুলে দিয়ে জনসেবা করার সুযোগ দিতে হবে।

    বেফাকের সভাপতি আরও বলেন, করোনা থেকে মুক্তির আশায় যেমন চিকিৎসা বিজ্ঞানীদের নিয়ে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তেমনি কুরআন বিজ্ঞানীদের সাথে নিয়ে যৌথ পরামর্শ সভার আয়োজন করে জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

    সারাদেশের আলেম সমাজের পক্ষ নিয়ে তিনি বলেন, আমি মাহমূদুল হাসান, সারাদেশের আলেম সমাজের পক্ষে বলছি, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আমাদের ৪০ দিন সময় দিন, ইনশাআল্লাহ আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষের আত্মা পরিষ্কার করে যাবতীয় শারীরিক রোগ-বালাই থেকেও দেশকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।

    সরকার ও প্রশাসনকে লক্ষ্য করে তিনি বলেন, আমরা আপনাদের মহব্বত করি, আল্লাহপাক আপনাদের মহব্বত করেন বলেই দেশ পরিচালনার রাষ্ট্রীয় দায়িত্বে আপনাদের বসিয়েছেন। অতএব, আপনারা কুরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করুন।