বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

IAB) চট্টগ্রাম মহানগরীর 2021-22 সেশন এ আলহাজ্ব জান্নাতুল ইসলাম সভাপতি ও আলহাজ্ব মোহাম্মদ ইকবাল সেক্রেটারি পুনরায় নির্বাচিত

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

আজ 29 শে জানুয়ারি 2021 জুমাবার, বিকাল তিন ঘটিকায় নগরীর দেওয়ানহাটস্থ আইএবি মিলনায়তনে নগর কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারি সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সদ্যসমাপ্ত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন একটি তামাশার নির্বাচন, এতে জনগণের মতের প্রতিফলন ঘটেনি। এ নির্বাচন দেওয়ার কোনো মানেই হয় না। সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে।

নগর কাউন্সিলে, নগরীর 15 টি থানার সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক এর প্রত্যক্ষ ভোটে আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আল-ইকবাল সেক্রেটারি নির্বাচিত হন। এতে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরীর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি, আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, শ্রমিকনেতা ওয়াইজ হোসেন ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, শিক্ষক ফোরামের নেতা মাওলানা দিদারুল মাওলা, নগর জয়েন্ট সেক্রেটারি ডাক্তার রেজাউল করিম রেজা, নগর প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, যুব নেতা তাজুল ইসলাম শাহীন, ছাত্রনেতা রিদওয়ানুল হক শামীম প্রমুখ।