Blog

  • বিরামপুরে ছাত্রলীগ ইউনিয়ন নেতার বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ

    বিরামপুরে ছাত্রলীগ ইউনিয়ন নেতার বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    একদিন দুপুরবেলা ছাত্রলীগ নেতা গেলেন এক গুচ্ছগ্রামে। সেখানে গিয়ে এক দোকানীকে জিজ্ঞেস করেন, আপনাদের গ্রামে টাকার ভাবে চিকিৎসা নিতে পারছেনা এমন কেউ আছে নাকি। দোকানী বললেন আছে, বেশ কয়েকজন নাম বললেন ওই দোকানী। ছাত্রলীগ নেতা তখন গেলেন, সেই রোগীর বাড়িতে। রোগীর পেশা ফেরিওয়ালা। গ্রামে গ্রামে কাপড় বিক্রি করেন তিনি। ওই ছাত্রলীগ নেতা সেখানে গিয়ে ওই বৃদ্ধাকে বলেন, চাচী আপনি কি অসুস্থ। আপনার কি কিডনির সমস্যা, টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। অসুস্থ বৃদ্ধ মহিলা তখন বললেন, জ্বী বাবা আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। ইউনিয়ন ছাত্রলীগ নেতা তখন ওই বৃদ্ধ মহিলাকে বলেন, আমি আপনার চিকিৎসা খরচের টাকা ব্যবস্থা করে দিব, তা দিয়ে আপনি চিকিৎসা করাবেন মর্মে ওই ছাত্রলীগ নেতা অসুস্থ বৃদ্ধার কাছ থেকে ১৪,৬০০ টাকা নেন। এমনটি ঘটেছে দিনাজপুরে বিরামপুর উপজেলা জোতবানী ইউনিয়নের পলিখিয়ার মাহমুদপুর গুচ্ছগ্রামে।

    ওই ইউনিয়ন ছাত্রলীগের নেতার নাম তানভীর রাজন সৌরভ। তিনি জোতবানী ইউনিয়নের
    সাধারণ সম্পাদক। সে জোতবানী ইউনিয়নের কসবাসাগপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নরুল ইসলামের ছেলে।

    এবিষয়ে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজন সৌরভের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, সে কল রিসিভ করেন নি।

    ভোক্তাভোগী আনজুয়ারা বেগম বলেন, আমার কাছে ওই ছাত্রলীগ নেতা চিকিৎসা করার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন, বলে আমার কাছ থেকে ১৪,৬০০ টাকা নেয়। কিন্তু ৩-৪ মাস পার হলো তার সাথে যোগাযোগ করলে সে ফোন ধরেন না বরং বিভিন্ন তাল বাহানা করে সময় পার করেন। ভবিষ্যতে কারো সাথে এমন না করতে পারে সেজন্য আমি ওই ছাত্রলীগ নেতার বিচার চাই।

    বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, তানভীর রাজন সৌরভ জোতবানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অভিযোগের কথা শুনেছি। আর আইনি প্রক্রিয়ায় যদি তানভীর রাজন সৌরভ দোষী সাব্যস্ত হন, তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সাতকানিয়া-লোহাগাড়া কারাতে একাডেমি’র ১০ম কারাতে ২২জনকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান

    সাতকানিয়া-লোহাগাড়া কারাতে একাডেমি’র ১০ম কারাতে ২২জনকে বেল্ট ও সার্টিফিকেট প্রদান

    (বিশেষ প্রতিনিধি)

    চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া কারাতে একাডেমির ১০ম কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় ২২জন শিক্ষার্থীকে সম্মাননা স্বরূপ বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

    সোমবার (২৩ জানুয়ারী”২০২৩ইং) উপজেলা শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে (এস এল কে এ)’র সভাপতি ও লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্ল্যাহ্।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া শিল্পকলা একাডেমির পরিচালক বাবু রুপন কান্তি নাথ, লিডারশিপ স্কুলের পরিচালক মোঃ ইমরান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিসবাহ উদ্দিন, মুহাম্মদ সাইফুদ্দিন, একাডেমি সাবেক ছাত্র রমিজ উদ্দিন, মাওলানা মোছা তুরাইন, মোঃ জুবায়ের, মোহাম্মদ জিকু সহ একাডেমির অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ’রা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ছোট ছোট বাচ্চাদের শরীরচর্চার চেয়ে ডিভাইসের প্রতি আসক্তি বেশি। এ কারণে অনেকেই নানান রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে নিজ উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন। কারাতে হতে পারে শারীরিক, মানসিক ও আত্মবিকাশের অন্যতম একটি মাধ্যম বলেও জানান তারা।

    অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বিচিত্রা দেবী।
    সার্বিক পরিচালনায় ছিলেন, অত্র একাডেমির প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক (এস এল কে এ)’র মোঃ সলিম উদ্দিন।

  • লোহাগাড়ায় পানিতে ডুবে এক হেফজখানার ছাত্র’র মৃত্যু

    লোহাগাড়ায় পানিতে ডুবে এক হেফজখানার ছাত্র’র মৃত্যু

    (বিশেষ প্রতিনিধি)

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ তাহাসান (০৭) নামে এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে।

    সোমবার (২৩ জানুয়ারী”২০২৩ইং) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়ন ২নং ওর্য়াডের পুরাতন থানা বরকত আলি সওদাগর পাড়ায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পি।

    মারা যাওয়া মোঃ তাহাসান উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেপারী পাড়ার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। বর্তমানে শিশুটির মাতা তাসমিন সোলতানা ঘটনাস্থল সংশ্লিষ্ট এলাকার আসহাব মিয়া মাস্টারের কলোনীতে ভাড়াটিয়ে বাসায় বসবাস করছেন।

    জানা যায়, ঘটনার দিন হেফজখানায় পড়ুয়া ছাত্র মোঃ তাহাসান হেফজখানায় যায়নি। উপরে উল্লেখিত যেকোন এক সময় পুকুরে ডুবে মৃত্যু হয়। তাহাসানকে খোজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়দের দৃষ্টিগোচর হয়। তখন স্থানীয়’রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

    শিশুটি আজ বাদে আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী ভর্তিতে বাধা প্রদান ও অনিয়মের অভিযোগ

    ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী ভর্তিতে বাধা প্রদান ও অনিয়মের অভিযোগ

    বার্তা পরিবেশক:

    কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থানার আওতাধীন আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা হেফাজত উল্লাহ নদভীর বিরুদ্ধে ছাত্রী ভর্তিতে হয়রানিসহ নানা ধরনের অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।

    খোঁজ নিয়ে জানা যায়, ঈদগাঁও আল মাছিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ  দীর্ঘদিন ধরে ২ জন মাদ্রাসা ছাত্রীকে ভর্তি করতে নিষেধ করছে‌ন। ছাত্রীদের কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একতরফাভাবে অনিয়ম,দুর্নীতি এবং তাহার  স্ত্রীর কথায় মাদ্রাসা পরিচালনা করে আসছেন তিনি। ইতিমধ্যে তাহার স্ত্রীর কথায়
    স্ত্রীর জন্য মাদ্রাসায় একটি অফিসও দিয়েছেন।ভর্তিচ্ছুক দু’জনই ছাত্রী। তারা দীর্ঘদিন থেকে অত্র প্রতিষ্ঠানে লেখাপড়া করে আসছে। তাদের মধ্যে একজন ৩য় শ্রেণী থেকে বার্ষিক পরিক্ষায় সফলতার সাথে ৪র্থ স্থানে উত্তীর্ণ হয়। আরেকজন ৬ষ্ঠ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ৭ম শ্রেণীতে ভর্তি হবে। কিন্তু সুনির্দিষ্ট কারণ ছাড়াই ২ ছাত্রীদেরকে ৪র্থ ও ৭ম শ্রেণীতে ভর্তি হতে বাধা প্রদান করছেন স্বয়ং অধ্যক্ষ নিজেই।

    ছাত্রীদের অভিভাবক অভিযোগ করে বলেন, আমার মেয়েরা অত্যান্ত মেধা, প্রজ্ঞা ও সুনামের সাথে মাদ্রাসায় দীর্ঘ দিন ধরে পড়ালেখা করে আসছে। নতুন বছরে মেয়েদের ভর্তির বিষয়ে মাদ্রাসায় যোগাযোগ করলে আমার মেয়েদের ভর্তি করাবেনা বলে অফিস থেকে জানানো হয়।তাদের বড় ভাই  কেন ভর্তি করাবেন না মর্মে জানতে চাইলে, অধ্যক্ষের নিষেধ আছে বলে জানান অফিস কর্তৃপক্ষ। অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে তিনি তাদেরকে  মাদ্রাসা থেকে বের করে দেন। অধ্যক্ষের বীণা কারণে এমন অপমানজনক আচরণের বিষয়টি ক্ষতিয়ে দেখতে উপজেলা শিক্ষা অফিসার, ও উপজেলা প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে দৃষ্টি আকর্ষণ করছি।

    নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভুগী এক মহিলা বলেনঃঅধ্যক্ষ মৌলানা হেফাজত উল্লাহর স্ত্রীঃ অধ্যক্ষের সাথে আমার  অনৈতিক সম্পর্ক আছে বলে কিছু দিন আগে আমার সাথে  অধ্যক্ষের স্ত্রীর সাথে আমার কথা-কাটাকাটি হয় একপর্যায়ে মারামারির ঘটনাও ঘটেছে আমার নিজ বাসায়। এমন অনৈতিক সন্দেহের কারণে আমার পাসের বাসার আরও কয়েকজনের সঙ্গে  মারামারির কয়েকটি ঘটনা ঘটেছে। অধ্যক্ষ ও তার স্ত্রীর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

    নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভুগী আরও এক মহিলা বলেনঃ অধ্যক্ষের স্ত্রী  অধ্যক্ষের সাথে আমার অনৈতিক সম্পর্ক আছে  মর্মে সন্দেহ করে আমার বাসায় এসে এবং মোবাইলে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছে তাহার স্ত্রীর এমন কর্মকাণ্ডে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।

    নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভুগী আরও তিন জন মহিলা বলেনঃঅধ্যক্ষ মৌলানা হেফাজত উল্লাহর স্ত্রীঃ অধ্যক্ষের সাথে আমাদের  অনৈতিক সম্পর্ক আছে বলে আমদের বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উক্ত ঘটনার বিষয়ে অধ্যক্ষের কাছে বিচার দিতে গেলে অধ্যক্ষ বলেন আপনারা কারা আমি চিনি না আপনাদের সাথে আমার কোন কথা নেই।আমার স্ত্রীর বিষয়ে  কিছু বলতে পারব না।অধ্যক্ষ ও তার স্ত্রীর এমন কর্মকাণ্ডে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।

    সূত্র জানায়, অধ্যক্ষের স্ত্রী মাদ্রাসায় আগত মহিলা অভিভাবকদের অনেকের সাথে অধ্যক্ষের অনৈতিক সম্পর্ক চলছে মর্মে সন্দেহ করতে থাকে। সন্দেহ প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ বেকায়দায় পড়েছে। এমন অনৈতিক সন্দেহের কারণে বিচ্ছিন্নভাবে মারামারিসহ কয়েকটি ঘটনা ঘটেছে। অধ্যক্ষ ও তার স্ত্রীর এমন কর্মকাণ্ডে মাঝখানে বলি হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। ফলে, মাদ্রাসায় কোন কোন ছাত্রী ভর্তি হবে তা ঠিক করে দেন তাহার স্ত্রী। কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কারণে স্ত্রীর পরকিয়া সন্দেহ বিষয়টি তোলপাড় চলছে মাদ্রাসা সংলগ্ন এলাকায়। বিষয়টি সম্পর্কে স্থানীয় মেম্বার অবগত রয়েছেন।

    এবিষয়ে স্থানীয় এক মেম্বার বলেন, অধ্যক্ষ মৌলানা হেফাজত উল্লাহর স্ত্রীর অভিযোগ তিনি পরকিয়ায় আসক্ত। সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তিনি কেন ছাত্রীদের মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন না। হয়তো উনার স্ত্রী নিষেধ করেছেন। আমরা সামাজিকভাবে বিষয়টি দেখছি।

    কেন ছাত্রীদের ভর্তি করানো হচ্ছে না জানতে চাইলে এ প্রতিবেদককে অধ্যক্ষ মৌলানা হেফাজত উল্লাহ বলেন, আপনাকে এতো কিছু কেন বলতে হচ্ছে। এসব বিষয়ে আমি কিছু জানি না। ছাত্রীদের ভর্তির বিষয়ে তিনি মাদ্রাসার সভাপতির সাথে যোগাযোগ করতে বলেন।

  • হাটহাজারী ও পটিয়া মাদরাসা পরিদর্শন করেন আল্লামা নূরুল হুদা ফয়েজী হাফিজাহুল্লাহ্

    হাটহাজারী ও পটিয়া মাদরাসা পরিদর্শন করেন আল্লামা নূরুল হুদা ফয়েজী হাফিজাহুল্লাহ্

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী সাহেব হুজুর এর নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় একটি প্রতিনিধি দল হাটহাজারী ও পটিয়া মাদরাসা পরিদর্শন করেন। এসময় কেন্দ্রীয় সভাপতি আল্লামা শাহ ইয়াহইয়া দাঃ বাঃ, আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ দা.বা., আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ সাহেব ও আল্লামা মুফতি শামশুদ্দীন জিয়া সাহেব ও আল্লামা আবু তাহের নদভীও কাসেমী সহ প্রমুখ হুজুরদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সকলকে আগামী ১৫-১৬-১৭ ফেব্রুয়ারী -২৩ চরমোনাই ফাল্গুন এর মাহফিলের দাওয়াত প্রদান করেন।

    একইসাথে কেন্দ্রীয় সভাপতি এর নেতৃত্বে নেতৃবৃন্দ মরহুম আল্লামা মুফতি আজিজুল হক রহ.,শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী রহ., হযরত আল্লামা রফিক আহমদ রহ. সহ জামিয়ার মাকবারায় (কবরস্থান) শায়িত সকল মরহুম শায়েখদের মাকবারা জিয়ারতে করেন।

  • অবৈধ কাঠ পোড়ানোর দাযে নাইক্ষ্যংছড়ি দুই ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

    অবৈধ কাঠ পোড়ানোর দাযে নাইক্ষ্যংছড়ি দুই ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

    কপিল উদ্দিন জয় বান্দরবান জেলা প্রতিনিধি,

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিবিএম ব্রিকস ও এইচকেবি ব্রিকস নামের দুই
    ইট ভাটায় অভিযান পরিচালন
    করে
    ৫০,হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
    রবিবার -২২ জানুযারি
    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা দুপুর ২:৩০টার সময় ইটভাটা দুটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। দুই
    ইট ভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে এই জরিমানা আদায় করা হয়। বিবিএম ব্রিকসের মালিক ফরিদ আহমেদ (৪৭) এবং এইচকেবি ব্রিকসের মালিক হায়দার আলী (৪৫) এর কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

    এই সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। ইট ভাটায় জ্বালানী কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করার দণ্ডনীয় অপরাধ। আজকের অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

  • বাঁশখালীতে হিফজ সমাপনী ৯ হাফেজদের মাঝে পাগড়ি প্রদান

    বাঁশখালীতে হিফজ সমাপনী ৯ হাফেজদের মাঝে পাগড়ি প্রদান

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    বাঁশখালীর জলদী দারুল কারীম মাহফিলে হিফজ সমাপনী ছাত্র-ছাত্রীদের পাগড়ি ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান গত শনিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি থেকে ছাত্রদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন আল-জামেয়া পটিয়ার প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব হুজুর। এসময় আবদুল মাবুদ ফাউন্ডেশনেরে চেয়ারম্যান জনাব খোরশেদ আলম।
    এবছর দারুল কারীম মাহফিলে ৬ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী হিফজ সম্পন্ন করেন। এর মধ্যে নাদিয়া সুলতানা আজিজা নামের ছাত্রীটি মাত্র ৫ মাসে হিফজ সম্পন্ন করেন। ছাত্রদের আমরা পাগড়ি প্রদান করলেও ছাত্রীদের ক্রেষ্ট প্রদান করি।
    হিফজ সমাপনী ছাত্রছাত্রীরা হলেন, নুরুল মোস্তফা জুনায়েদ, পিতাঃ হফেজ নূর মোহাম্মদ জসিম, সাং পশ্চিম বাহারুল্লাহ পাড়া, জলদী, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, মোহাম্মদ মিশকাত, পিতাঃ মোহাম্মদ শাহজাহান, সাং পশ্চিম চাম্বল, বাঁশখালী চট্টগ্রাম। রেজাউল আজিম বাদশা, পিতাঃ মরহুম সৈয়দুল আলম, সাং উত্তর জলদী, বাঁশখালী, চট্টগ্রাম।
    শরিফুল ইসলাম, পিতাঃ আমির হোসাইন, পশ্চিম চাম্বল বাংলাবাজার।
    আবুল হাসনাত রায়হান, পিতাঃ মোহাম্মদ আবু মুছা, সাং পশ্চিম বুরমছাড়া। মোহাম্মদ আবদুল্লাহ সানী, পিতাঃ জসিম উদ্দীন, সাং পশ্চিম ছনুয়া। সিফাত আক্তার, পিতা, মোস্তফা আলী
    সাং আশকরিয়া, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, রেশমি আক্তার, পিতা, সৈয়দ আহমদ, আশকরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, নাদিয়া সুলতানা আজিজা
    পিতা মাওলানা নুরুন্নবী
    সাং, ইলশা, বাহারছড়া, বাঁশখালী, চট্টগ্রাম। এর মধ্যে নাদিয়া সুলতানা আজিজা মাত্র ৫ মাসে হিফজ সম্পন্ন করার গৌরব আর্জন করেন।

    ১) বাঁশখালীতে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন পটিয়া মাদরাসার প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা ও খোরশেদ আলমসহ অতিথিরা।

  • লোহাগাড়া সদর ইউপি’র ২নং ওয়ার্ড আ.লীগের কর্মী সভা সম্পন্ন

    লোহাগাড়া সদর ইউপি’র ২নং ওয়ার্ড আ.লীগের কর্মী সভা সম্পন্ন

    (বিশেষ প্রতিনিধি)

    দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা সম্পন্ন হয়েছে।

    শনিবার (২১ জানুয়ারী”২০২৩ইং) সন্ধ্যার দিকে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

    ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক এহসান সিকদার ও ওমর গনির যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু।

    এছাড়াও সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মিয়া মোহাম্মদ ফারুক,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আযাদ,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইফুল আলম চৌধুরী,সদস্য নুরুল হক,নুরুল আবচার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান শাহাবউদ্দীন চৌধুরী,উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়া,লোহাগাড়া জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি মোঃহামিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম,ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃহোসেন মানিক,সংরক্ষিত মহিলা ইউ পি সদস্য রেহানা আক্তার,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সরওয়ার কামাল,মোরশেদ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম হোসেন আকরাম,ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরফাত হোসেন,জয়শীল সহ মহিলা আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বাঁশখালীতে দারুল কারীম ও বাঁশখালী মডেল মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

    বাঁশখালীতে দারুল কারীম ও বাঁশখালী মডেল মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

    বাঁশখালীর জলদী দারুল কারীম মাদরাসা ও বাঁশখালী মডেল মাদরাসার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মাদরাসা সংলগ্ন মাঠে শুরু হওয়া এই মাহফিল শনিবার রাতে আলোচিত ধর্মীয় আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। চাম্বল দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শাহ আবদুল জলিল ও বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার মুহাদ্দিস মাওলানা শাহ আহমদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক ইসলামী স্কলার মাওলানা ওবায়দুল্লাহ হামজা। মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর। বক্তব্য রাখেন, ইসলামী চিন্তাবিদ আল্লামা আজিজুল হক আল মাদানী, পবিত্র হজের বাংলা অনুবাদকারী আল্লামা ড. শোয়াইব রশীদ মক্কী, মাওলানা মুফতি মাহমুদ আনোয়ার, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা কাজী আকতার হোসাইন, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা ওবায়দুল্লাহ রফিকী, মাওলানা নুরুল কাদের শাকের, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবু আইমন, মাওলানা খালেদুর রহমান, মাওলানা আনিস বিন আবু বকর, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা ইউনুস প্রমুখ। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, আবদুল মাবুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, বিএনপি নেতা জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মাওলানা জাফর আহমদ, আধুনিক হাসপাতালের এমডি শোয়াইবুর রহমান, মিয়ারবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাওলানা হামেদ ও আজিজ আহমদ।

    মাহফিলের সমাপনী দিনে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা।

    ছবি ক্যাপশন (১) দারুল কারীম মাদরাসার বার্ষিক মাহফিলের একাংশ।

  • সাংসদ সাইমুম সরওয়ার কমলের সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

    সাংসদ সাইমুম সরওয়ার কমলের সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

    প্রেস বিজ্ঞপ্তি:

    কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

    আজ ২০ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় সাংসদের রামুস্থ বাস ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সাইমুম সরওয়ার কমল ভাইকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সায়েদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান খান রাহাত, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃহোসেন (সুমন) প্রমুখ।

    এসময় সাইমুম সরওয়ার কমল বলেন, প্রেসক্লাবের সমস্ত নৈতিক কর্মকাণ্ডে আপনাদের পাশে আছি। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত সংগঠন সদর উপজেলা প্রেসক্লাবের ২য় মেয়াদের নির্বাচন ২০২৩ সালের ১৪ জানুয়ারি সম্পন্ন হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাংবাদিক আরিফুল্লাহ নূরী ও সাংবাদিক নুরুল আলম সিকদার নির্বাচিত হন।