Blog

  • টেকনাফে এফআ ইভিডিবির উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এনজিও এপিবিএন সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

    টেকনাফে এফআ ইভিডিবির উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এনজিও এপিবিএন সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদ:- টেকনাফ,

    কক্সবাজারের টেকনাফে এফআইভিডিবির উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্প ২৪ এর সিআইসি কাযালয় ক্যাম্পে কর্মরত এনজিও এপিবিএন সদস্যদের নিয়ে শিশু সুরক্ষার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার দুপুরে হ্নীলা ইউনিয়ন,
    ক্যাম্প ২৪ এর সিআইসি কাযালয়ে সিবিসিপি কমিটির সদস্যদের উপস্থিতিতে শিশু সুরক্ষার জন্য শিশুর সাথে কিভাবে যোগাযোগ করার পাশাপাশি তাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করনের লক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।

    এতে সিবিসিপি অফিসার শরিফ খানমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যাম্প-ইন-চার্জ মোঃ নজরুল ইসলাম। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এএইচপি প্রকল্পের চাইল্ড প্রটেকশান স্পেশালিষ্ট আতিকুর রেজা, এফআইভিডিবির টেকনিক্যাল কো অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান এবং কেইস ম্যানেজমেন্ট অফিসার চন্দনা রায় প্রমুখ।

  • পদুয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার বিদায় ও নবাগত রেঞ্জ কর্মকর্তার যোগদান

    পদুয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার বিদায় ও নবাগত রেঞ্জ কর্মকর্তার যোগদান

    বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়ায় বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের বিদায় ও নবাগত পদুয়া রেঞ্জ কর্মকর্তা মনজুর মোর্শেদের যোগদান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

    শুক্রবার (১৩ জানুয়ারী”২০২৩ইং) বিকেলের দিকে পদুয়া রেঞ্জ কার্যালয়ে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে পদুয়া বনবিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা একেএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের বাঁকখালী রেঞ্জের দায়িত্বরত কর্মকর্তা মোঃ সরওয়ার জাহান।

    সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া বনবিভাগের বিদায়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন পদুয়া বনবিভাগের নবাগত রেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মোর্শেদ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, টংকাবতী বনবিভাগে দায়িত্বরত অফিসার মোঃ ফিরোজ কামাল, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ নুরুল হক কন্ট্রাক্টর, চুনতি রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল জলিল, লোহাগাড়া প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, পদুয়া স্টেশন অফিসের মোঃ ইসমাইল, মোঃ শফিকুর রহমান, ডলুবিট অফিসের মোঃ হারুন, ইলিয়াস সহ আরও অনেকেই।

    অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডলুবিট নবাগত বিট কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ও পদুয়া স্টেশন অফিসের মোঃ মিজবাউল হক।

  • ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে চুরির চেষ্টা, মাদক ও জুয়া খেলার অপরাধে আটক ৭

    ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে চুরির চেষ্টা, মাদক ও জুয়া খেলার অপরাধে আটক ৭

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

     

    (১২ ই ডিসেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরামপুর থানা পুলিশের বিশেষ ঝটিকা অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তর নির্দেশে বিরামপুর থানার বিভিন্ন এলাকা হতে চুরির চেষ্টা, মাদক ও জুয়া খেলার অপরাধে ০৭ জন আসামিকে আটক করা হয়েছে।

    প্রত্যেকটি ঘটনায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং মোবাইল কোর্ট মামলা নং- ৩৩, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে এর আসামী ১। মোঃ কবির ইসলাম (২৬), পিতা- মোঃ রেজাউল করিম, সাং- কাটাবাড়ী, থানা- ফুলবাড়ীকে ০৩ মাস, মামলা নং- ৩৪, তাং-১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ২। মোঃ শাহীন (২৭), পিতা-মৃতঃ আঃ কাদের, সাং- নিমতলা, থানা- ফুলবাড়ীকে ০১ মাস, মামলা নং-৩৫, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৩। মোঃ আঃ আলীম (২৮), পিতা- মোঃ মনছুর, সাং- চকপাড়া, থানা- বিরামপুরকে ০১ মাস, মামলা নং- ৩৬, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৪। মোঃ জোবায়ের হোসেন(২২), পিতা- আঃ খবির সাং- মুকুন্দপুরকে ০৩ দিন, মামলা নং- ৩৭, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৫। মোঃ মোস্তফা (৩২), পিতা- রিয়াজ উদ্দিন, সাং- মুকুন্দপুরকে ১০ দিন, মামলা নং- ৩৮, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৬। মোঃ শামীম, পিং- বিষু, সাং- পটুয়া কোলকে ০৭ দিন, মামলা নং- ৩৯, তাং- ১২/০১/২৩ খ্রিঃ মূলে আসামী ৭। মোঃ নুর ইসলাম(২৩), পিতা- আঃ আলীম, সাং- মুকুন্দপুরকে ০৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, সাজাপ্রাপ্ত আসামিদেরকে আজ দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।

  • পেকুয়ায় নিজ স্বামীকে নৃশংসভাবে হত্যার একমাত্র আসামী রুমি আক্তার (২৫)’কে মিরসরাই হতে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম

    পেকুয়ায় নিজ স্বামীকে নৃশংসভাবে হত্যার একমাত্র আসামী রুমি আক্তার (২৫)’কে মিরসরাই হতে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

    নিহত ভিকটিম মোঃ রিদুয়ান এর সাথে প্রায় দেড় বছর পূর্বে আসামী রুমি আক্তার(২৫) এর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই অশান্তি ও কলহ বিরাজমান ছিল। গত ২৮ আগস্ট ২০২২ইং তারিখে অনলাইনে লুডু খেলা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রুমি আক্তার এবং তার মা-বাবা ও ভাই তাদের প্রতিবেশী মোঃ মালেক (৪৬)কে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে। রুমি আক্তারকে উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছিল। গত ১৭ অক্টোবর ২০২২ইং তারিখে রুমি আক্তার জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয় এবং কথিত প্রেমিকদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। রুমি আক্তারের সাথে তার স্বামীর এসব বিষয় নিয়ে প্রায় সময়ই ঝগড়া ও দাম্পত্য কলহ লেগেই থাকত। দাম্পত্য কলহের জের ধরে গত ২৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখ তাতে রুমি আক্তার তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে খাটের উপর কম্বল দিয়ে ঢেকে রেখে বাইরে হতে দরজা বন্ধ করে পালিয়ে যায়। পরদিন আনুমানিক ১১৩০ ঘটিকায় ভিকটিমের ভিকটিমের মা-বাবা এবং আত্মীয় স্বজন উক্ত ঘর হতে ভিকটিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

    এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কক্সবাজার জেলার পেকুয়া থানায় একজন জন নামীয় এবং অজ্ঞাতমনামা আরও ৮/১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১৯, তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

    র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত মামলার এজাহারনামীয় একমাত্র আসামী রুমি আক্তারকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে বর্ণিত মামলার একমাত্র আসামী রুমি আক্তার চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন মিঠাছড়া এলাকায় একটি ফ্লাট বাড়িতে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১১ জানুয়ারি ২০২৩ইং তারিখ আনুমানিক রা ১১.৩০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুমি আক্তার (২৫), পিতা-মৃত মোঃ তাজু, সাং-বাজারপাড়া, থানা- পেকুয়া, জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দাম্পত্য কলহের জের ধরে সে তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

    গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অমাখোঁ সমাজিক সংগঠনের উদ্যাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়

    অমাখোঁ সমাজিক সংগঠনের উদ্যাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়

    কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়ন খরুলিয়ায় অমাখোঁ সমাজিক সংগঠনের উদ্যাগে অসহায় শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন অমাখোঁ পরিবার।
    প্রসঙ্গত উক্ত সমাজিক সংগঠন খরুলিয়ায় অসহায় পরিবার খুজে বিভিন্ন সময় অসহায় পরিবারের নগদ অর্থ ও বস্ত্র খাদ্য পানীয় এবং অসহায় পরিবারের কোমলমতি শিশুদের শিক্ষা উপক্রম দিয়ে স্কুল ও মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন।
    অসহায় মানুষের খুঁজে এমন এক অমাখোঁ সদস্য বলেন, আমরা সমাজের অসহায় খুঁজে খুঁজে বের করে তাদেরকে আর্থিক সচ্ছলতার চেষ্টা করে যাচ্ছি।
    এর ধারাবাহিকতায় আজ আমরা সমাজের অসহায় পরিবার খুজে ২০ টি পরিবারের মধ্যে উন্নতমানের বিদেশি সোলারন কম্বল বিতরণ করি।
    আগামী ১৪ই জানুয়ারি শনিবার অমাখোঁ পরিবার পক্ষ থেকে সমাজের অসহায় পরিবার খুজে ২০টি পরিবারের মধ্যে উন্নত বিদেশি কম্বল বিতরণ করা হবে।
    অমাখোঁ পরিবার পক্ষ থেকে সমাজের বিত্তবান প্রতি উদাত্ত আহ্বান জানান যে, সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে সমাজের অসহায় পরিবার শীতার্ত মানুষের পাশে দাড়ান।

  • টেকনাফে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জাল সহ আটক -১

    টেকনাফে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জাল সহ আটক -১

    মোস্তাক আহমদ টেকনাফ:।

    কক্সবাজারের টেকনাফে নাফনদী বেড়ীবাঁধ এলাকা থেকে ৩কেজি ৩২০গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার ও ৫কেজি কারেন্ট জাল সহ সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ জাকারিয়ার ছেলে মো. ইয়াছ নুর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২ বিজিবি।

    বুধবার(১১ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ ২বিজিবি শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ ওবিএম পোস্ট এলাকা নাফনদী সংলগ্ন বেড়ীবাঁধ থেকে মো. ইয়াছ নুরকে স্বর্ণের বার ও কারেন্ট জাল সহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

    টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭০০ গজ উত্তর দিকে ওবিএম পোস্ট এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।

    উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় উপ-অধিনায়কের নেতৃত্বে টেকনাফ সদর ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ একটি টহলদল নাফনদী বেড়ীবাঁধ এলাকায় অবস্থান করেন।

    কিছু সময় অবস্থা করার পর টহলদল দেখে নাফ নদীতে মৎস্য আহরণ শেষে জাল হাতে কেওড়া বাগানের ভেতর দিয়ে এক যুবক বেড়ীবাঁধ উঠলে।ওই সময় টহল দল তাকে গ্রেপ্তার করেন।

    এসময় তাকে তল্লাশী করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় নেটের জাল ও টেপ দিয়ে মুড়ানো ২টি স্বর্ণের বারের বেল্ট এবং ৫কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।পরবর্তীতে বেল্টগুলো খুলে ২০টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩কেজি ৩২০ গ্রাম।

    ২বিজিবি’র অধিনায়ক আরও জানান,গ্রেপ্তারকৃত যুবকের স্বীকারোক্তিতে উক্ত স্বর্ণ পাচারের সাথে আরও ২ জন চোরাকারবারী জড়িত রয়েছে।অভিযানে উদ্ধার হওয়া কারেন্ট জাল টেকনাফ কাষ্টম অফিসে ও স্বর্ণের বার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করা হয়েছে।এবং ধৃত যুবক সহ জড়িত আরও দু’জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয় বলে অধিনায়ক জানায়।

  • বাঁশখালীতে কোহিনূর কেমিক্যাল কোম্পানিতে কর্মরত দুদু মিয়া হত্যাঃ ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার ১

    বাঁশখালীতে কোহিনূর কেমিক্যাল কোম্পানিতে কর্মরত দুদু মিয়া হত্যাঃ ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার ১

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাঁশখালীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত কোহিনুর কেমিক্যাল কোম্পানি লি. এ কর্মরত মুহাম্মদ দুদু মিয়া সরকার (৩৮) নামে এক বিক্রয় প্রতিনিধি হত্যাকান্ডের সাথে জড়িত ছোটন (২৩) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুর ১টার সময় তাকে বাঁশখালী প্রধানসড়কের মনছুরিয়া বাজারের সামান্য উত্তর পাশে অটোরিকশা থেকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

    আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করেন বাঁশখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার। তিনি বলেন, গন্ডামারা থেকে সুকৌশলে সিএনজি চালিত আটোরিকশা করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃত আসামী ছোটন (২৩) বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার লালীর বাপের পুরাতন বাড়ি, পুর্ব বড়ঘোনা লালীর বাপের নতুন বাড়ির ৭ নম্বর ওয়ার্ড এলাকার নেজাম উদ্দীনের পুত্র।

    বাঁশখালী থানা পুলিশের ওসি তদন্ত সুমন চন্দ্র বণিক জানান, ঘটনার সাথে জড়িত প্রধান আসামী ছোটন কে গ্রেপ্তার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাঁশখালী, চট্টগ্রামে সোপার্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

    গত বুধবার (১১ জানুয়ারী) দুদু মিয়া হত্যার ঘটনায় তার স্ত্রী তাজমিন নাহার তমা বাদী হয়ে মামলা করেছে।

    মামলার এজহারের উল্লেখ্য, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে আসার পথে ব্রিজে সন্ত্রাসীদের কবলে পড়েন তিনি। এসময় সন্ত্রাসীরা তার বুকে, পিঠে, পেটে, মাথায় ছুরি দ্বারা এলোপাথারি আঘাত করে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্যকমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।

  • বিরামপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    বিরামপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    বিরামপুর উপজেলার মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর থেকে বুধবার ভোরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান- মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ রেল পুলিশে সংবাদ দিলে পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় নিয়ে যায়। অজ্ঞাত নামা নারীর বয়স ৩৫ বছর এবং তার পরনে শাড়ি পড়া ছিল। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে নারীটি আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছে।

    ওসি সুমন কুমার মহন্ত আরও জানান, লাশটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় পাঠানো হয়েছে।

    পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, অজ্ঞাত নারীর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট এর মাধ্যমে পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

  • চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি, সাঃ সম্পাদককে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট প্রদান

    চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি, সাঃ সম্পাদককে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট প্রদান

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি দৈনিক ইত্তেফাক ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক সাব এডিটর দৈনিক পূর্বকোণ এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি খায়রুল ইসলাম সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নর্বাচিত হওয়ায়
    ১০ জানুয়ারি-২০২৩, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কেফায়েতুল্লাহ কায়সার, সহ সভাপতি ও সরেজমিন বার্তা পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ আলম সাগর, এম এ হোসেন মল্লিক, মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল,

    সহ সাধারণ সম্পাদক বশির আহমদ, সহ সম্পাদক ও একুশের বাণী পত্রিকার রিপোর্টার মোবারক হোসেন ভুইঁয়া প্রমুখ।

  • বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুদু মিয়া(৩৮)নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত

    বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুদু মিয়া(৩৮)নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের বাঁশখালীতে কোম্পানির টাকা তুলে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. দুদু মিয়া (৩৮) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

    মঙ্গলবার রাত পৌন ৮টার দিকে গন্ডামারা ব্রিজে এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত দুদু মিয়া রংপুর জেলার মিটাপুর উপজেলার বীরামপুর ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে। তিনি কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলসম্যান অফিসার (ফিল্ড) পদে বাঁশখালী উপজেলায় কর্মরত ছিলেন।

    জানা গেছপ, মঙ্গলবার রাত আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি।পথিমধ্যে আসার পথে ব্রিজে ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তার চিৎকারে লোকজন ছুঁটে এলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

    এ প্রসঙ্গে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির একজন সেলসম্যান অফিসার কোম্পানির লেনদেন শেষ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরে আসার পথে গন্ডামারা ব্রিজে ছিনতাইকারীর কবলে পড়েন। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা।

    তিনি বলেন, পরে পুলিশের সহযোগিতায় দুদু মিয়াকে পথচারীরা রাত ৯ টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।